চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

‘সৌম্য-আফিফ ওপেনিংয়ের জন্য নয়’

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি, ২০২০ | ৩:১৮ পূর্বাহ্ণ

আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, নিশ্চিত করলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পাকিস্তান সফরে ওপেনারদের কয়েকজনকে ব্যাট করতে হবে মিডল অর্ডারে। সৌম্য সরকার ব্যাট করতে পারেন ছয়ে, তিন-চারে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছয় ওপেনারকে রেখেছেন নির্বাচকরা। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকারের সঙ্গে আছেন মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। প্রধান নির্বাচক জানিয়েছিলেন, সৌম্য ও আফিফকে ওপেনিংয়ে বিবেচনা করা হয়নি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের শুরুর দিন গতকাল ডমিঙ্গো জানালেন, মিডল অর্ডারে ব্যাট করবেন কয়েকজন ওপেনার। ‘আমাদের দেখতে হবে অন্যরা মিডল অর্ডারে কিভাবে খেলে। ভারতে তিন নম্বরে ব্যাট করা সৌম্য ছয়ে নামতে পারে। রিয়াদ (মাহমুদউল্লাহ) পাঁচে ব্যাট করতে পারে। আফিফ তিন কিংবা চারে নামতে পারে।’ ‘আমাদের এগুলো (ব্যাটিং অর্ডার ঠিক করার বিষয়) দেখতে হবে। শান্ত আসর ভালোভাবে শেষ করেছে। এখানে অনেক বিকল্প আছে। কেবল দুই জন ওপেন করতে পারবে বাকিদের মিডল অর্ডার পূরণ করতে হবে।’ সৌম্য এমনিতে ওপেনার হলেও এই বিপিএলে ব্যাট করেছেন তিন নম্বর ও মিডল অর্ডারে। সফলও হয়েছেন। টুর্নামেন্টে ১২ ম্যাচে ৩৩১ রান করেছেন তিনি, ৩৩.১০ গড় ও ১৪০.২৫ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ১২টি। টি-টোয়েন্টিতে দেশের হয়ে ব্যাটিং অর্ডারে প্রথম সাত পজিশনে কেবল ছয় নম্বরেই কখনও ব্যাট করেননি তিনি। আফিফ এমনিতে তিন নম্বর বা তার নিচে ব্যাট করলেও এবারের বিপিএলে ওপেন করেছেন। লিটন দাসের সঙ্গে মিলে গড়েছেন এবারের আসরের সেরা উদ্বোধনী জুটি। দলকে নিয়মিত এনে দিয়েছেন আগ্রাসী শুরু। টুর্নামেন্টে ৩৭০ রান করেছেন ১৩১.২০ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ৭টি। ওপেনার আর টপ অর্ডার ব্যাটসম্যানদের দিয়েই মিডল অর্ডার পূরণ করতে হবে বাংলাদেশকে। একমাত্র বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান কেবল অধিনায়ক মাহমুদউল্লাহ। মোহাম্মদ মিথুন বিপিএলে নিয়মিত খেলেছেন তিনে। এর আগে এই দুই তরুণকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘সৌম্যকে আমরা মিডল অর্ডারেই ভেবেছি। সেই ভাবনা থেকেই বিপিএলে ওকে মিডল অর্ডারে খেলানো হয়েছে। ওর বোলিংও ভালো হচ্ছে এখন। আফিফ বিপিএলে ওপেনিংয়ে ভালো করেছে বটে। তবে জাতীয় দলের জন্য আমরা ওকে মিডল অর্ডারেই ভেবেছি। প্রয়োজনে তিনেও খেলতে পারে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট