চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোর্টে ফিরেই চ্যাম্পিয়ন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৬ পূর্বাহ্ণ

গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া এবং নাজাতকের পরিচর্যার জন্য দীর্ঘ দুই বছর তিনি কোর্ট থেকে বিদায় নিয়েছিলেন। ছোট্ট ইঝানের বেড়ে ওঠার সময়ে তিনি পাশে ছিলেন। সেই সানিয়া মির্জা এবার হোবার্টের টেনিয় কোর্টে স্বরূপে দেখা দিলেন। নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল ট্রফি জিতে নিয়েছেন ভারতের এই টেনিস সেনসেশন। ১ ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে সানিয়া ও ইউক্রেনের নাদিয়া ৬-৪, ৬-৪ সেটে চিনা জুটি শাউই পেং ও শুয়াই ঝাংকে হারিয়ে দেন। চ্যাম্পিয়ন হওয়ার পরে সানিয়া বলেন, ‘এর থেকে ভালো প্রত্যাবর্তন আর হতে পারে না।’ ফাইনালে শুরুটা দারুণ করেন অবাছাই সানিয়া ও নাদিয়া জুটি। প্রথম গেমে তারা ব্রেক করেন চিনা জুটিকে। পরের গেমেই অবশ্য নিজেদের সার্ভিস নষ্ট করেন। এর পরে একটা গেম সানিয়ারা জেতেন তো পরের গেমেই ফিরে আসেন চিনা জুটি। প্রথম সেটের ফলাফল যখন ৪-৪, তখনই সানিয়ারা আবারও প্রতিপক্ষকে ব্রেক করেন। প্রথম সেট আর জিততে সমস্যা হয়নি তাদের। দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে ব্রেক করে এগিয়ে যান সানিয়ারা। দ্বিতীয় গেমেও একসময়ে খেলার ফল ছিল ৪-৪। এই সময়ে সানিয়া ও নাদিয়া চাপ বাড়ান পেং ও ঝাং-য়ের উপরে। সহজেই জয় পেয়ে যান সানিয়ারা। এটা সানিয়ার ৪২ তম ডব্লিউটিএ ডাবলস ট্রফি। ২০০৭ সালে বেথানি মাটেক-স্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে সানিয়া জিতেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল ট্রফি। ২০১৮ ও ২০১৯ সালে ডব্লিউটিএ সার্কিটে নামেননি সানিয়া। তার পরবর্তী টার্গেট আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট