চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তান সফরে যাচ্ছেন না পাঁচ কোচিং স্টাফ !

ওটিস গিবসনই টাইগারদের বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৫ পূর্বাহ্ণ

দুই বছরের চুক্তিতে এলেও ছয় মাস না যেতেই দেশে ফিরে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। তার জায়গায় কে আসবেন এ নিয়ে শুরু থেকেই চলছিল জল্পনা কল্পনা। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথা হয়েছে বলে শোনা গিয়েছিল। তাকেই টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিবসন। কোনো দেশের সঙ্গেই পূর্ণ মেয়াদে কোচের দায়িত্বে না থাকায় তাকে নেয়ার জন্য শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিসিবি। বিপিএল চলাকালীন সময়ে টাইগারদের বোলিং কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন গিবসন। দুই পক্ষের সম্মতিতে শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন টাইগারদের নতুন বোলিং গুরু।

তবে পাকিস্তান সফরের আগেই গিবসন দলের সঙ্গে যোগ দেবেন কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এদিকে জানা গেছে, পাকিস্তান সফরে টাইগারদের কোচিং স্টাফদের মাঝে পাঁচজন যাচ্ছেন না। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি পাকিস্তান যেতে অপরাগতা প্রকাশ করেছেন। তার পাশাপাশি এই সিরিজের জন্য যেতে চাইছেন না টাইগারদের আমেরিকান ফিল্ডিং কোচ রায়ান কুকও। এদিকে স্পিন পরামর্শক ডেনিয়েল ভেট্টোরিকেও ডাকা হয়নি ছোট এই সফরের জন্য। ভারতীয় নাগরিক হিসেবে টিম এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনকে এই সফরের জন্য রাখা হয়নি। স্কাইপে যোগাযোগের মাধ্যমে শ্রীনিবাস দলকে সহায়তা করবেন। কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের হাত ভেঙে গেছে। তাই তিনিও দলের সঙ্গে যুক্ত হচ্ছে না। এমতাবস্থায় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে পাকিস্তান যাচ্ছেন স্বদেশী ফিজিও কালেফাতোকে। এই দুই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে কোচিং স্টাফে থাকছেন বাংলাদেশি দুই সদস্য। সোহেল ইসলাম দলের ফিল্ডিং কোচ ও তুষার কান্তি হাওলাদার কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট