চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটবলে নিষিদ্ধ হচ্ছে ‘হেড’ !

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৫ পূর্বাহ্ণ

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে শিশুদের ফুটবল খেলায় হেড করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে স্কটল্যান্ড। সাবেক খেলোয়াড়রা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে আছে- এই রিপোর্ট পাওয়ার পরই স্কটিশ ফুটবল এসোসিয়েশন-এফএ এমন উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তরুণদের ফুটবলে হেড করাকে নিষিদ্ধ করেছে। কিন্তু হেড ছাড়া ফুটবল কেমন হতে পারে- এমন প্রশ্ন উঠেছে ফুটবলপ্রেমীদের মাঝে। নতুন নিয়ম অনুযায়ী, দশ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের বলে হেড করা শেখানো হবেনা এবং ম্যাচে ইচ্ছাকৃতভাবে এটা করা যাবে না। কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হেড করলে একই জায়গা থেকে প্রতিপক্ষ দল ফ্রি কিক সুবিধা পাবে। আর গোল এরিয়াতে হলে গোল এরিয়া লাইনের সমান্তরাল থেকে ইনডিরেক্ট ফ্রি কিক সুবিধা পাবে প্রতিপক্ষ দল। ১১ ও ১২ বছর বয়সীরা শিখতে পারবে ও ম্যাচে হেড করার অনুমতি পাবে। তবে প্রশিক্ষণে এটায় জোর দেয়া হবে যে হেডিং সপ্তাহে ৩০ মিনিটে সীমাবদ্ধ থাকবে।

নিয়মে আরও বলা হয় হেড ইনজুরি হলে খেলোয়াড় পরিবর্তন করতে হবে পর্যবেক্ষণের জন্য। এটি তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণে আমূল পরিবর্তন এনেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট