চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চারদিনের টেস্ট ইস্যুতে আইসিসির বিরোধিতায় মুশফিক

‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘন্টা লাগে’

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৬ পূর্বাহ্ণ

ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাট টেস্ট ক্রিকেটকে সংক্ষিপ্ত করতে চাইছে আইসিসি। দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই ফরম্যাটের দৈর্ঘ্য চার দিনে নামিয়ে আনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ক্রিকেটবিশ্বের সিংহভাগ ব্যক্তিত্বরা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ছাড়া সব দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা এর তীব্র বিরোধিতা করেছেন। সেই দলে এবার নাম লেখালেন বাংলাদেশের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। পাঁচ দিন তো বটেই, তার ইচ্ছা করে আরও লম্বা সময় ধরে টেস্ট খেলতে। আইসিসির এই ভাবনার বিষয়ে মুশফিকুর রহিম বলেন, ‘চার দিনের হওয়ার তো প্রশ্নই ওঠে না।

অন্য যারা পাঁচ দিনের খেলাকে সমর্থন করেছেন, আমি তাদের সঙ্গে একমত। ক্রিকেটের মধ্যে টেস্ট সবচেয়ে খাঁটি একটি সংস্করণ, যেটা পাঁচ দিন খেলা হয়। আমার তো ইচ্ছে করে ছয় দিন, সাত দিন যত দিন সম্ভব টেস্ট ম্যাচ খেলতে। ক্রিকেট শুরুই হয়েছিল ওখান থেকে, আমার মনে হয়, এটা পরিবর্তন করা উচিত না।’

আগেই জানা পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মুশফিক না থাকলে বিপদে থাকবে দল। কিন্তু মুশি নিজেই বোমা ফাটিয়ে বলেন, বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না! নিজের অনুপস্থিতিতে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টা সময়ও লাগে না। অবশ্যই অনেকে ভালো খেলছে। বিপিএলেও অনেক ভালো খেলেছে। সবার জন্য দারুণ সুযোগ, আশা করব, তারা সুযোগটা কাজে লাগাবে।’ এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রান করেছেন মুশফিক। তিনি না থাকলেও পাকিস্তান সফরে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে কে খেলল না খেলল, তাতে বেশি কিছু আসে যায় না মুশফিকের কাছে, ‘ভারতের গিয়ে তো আমি খেলেছি, কী লাভ হয়েছে! আড়াই দিনে ম্যাচ হেরেছি! আমরা পাঁচ জন সিনিয়র থাকা অবস্থায় অনেক ম্যাচ হেরেছি। আবার অনেকে না থাকা অবস্থাতেও আমরা অনেক ম্যাচ জিতেছি। আমাদের দল নতুন খেলোয়াড় খুঁজছে। আমার জায়গায় যে আসবে, তার জন্য দারুণ সুযোগ।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট