চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্যামির ‘৪০’ কী বিশ্বকাপ জেতাবে ওয়েস্ট ইন্ডিজকে?

পূর্বকোণ ডেস্ক

১৯ মে, ২০১৯ | ৫:৩৪ অপরাহ্ণ

বাইবেলে ৪০ সংখ্যাটি বার বার এসেছে। এই নিয়মে ১৯৭৯ সালের ৪০ বছর পর ২০১৯-এ বিশ্বকাপ জিততে যাচ্ছে উইন্ডিজ, এমনটাই বিশ্বাস করছেন উইন্ডিজকে দু’বার টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি।

সামনেই বিশ্বকাপ। কোন দল এগিয়ে, কার ঠিক কোন জায়গায় শক্তি বেশি, বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে মাঠে নামার আগমুহূর্তে। শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের দল নিয়ে গবেষণা আর হিসাব-নিকাশ। ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ওপর বাজি ধরলেও ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট ধরছে না কেউ। তবে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির দাবি, এবার ওয়েস্ট ইন্ডিজ জিতবে বিশ্বকাপ। স্যামি বললেন, ‘৪০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে। আমি বাইবেলে বিশ্বাস রাখা একজন মানুষ। আপনারা দেখবেন, পবিত্র এই গ্রন্থে ৪০ সংখ্যাটি বার বার আসে। আমার মনে হয়, এই কারণেই আমরা এবার বিশ্বকাপ জিতব।’১৯৭৯ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। তারপর বিশ্বকাপে ক্যারিবিয়ানদের সেরা সাফল্য ১৯৯৬ আসরের সেমিফাইনাল পর্যন্ত খেলা। স্যামির বিশ্বাস আর বাইবেলের ৪০ এর কল্যাণে এবার কী তবে বিশ্বকাপ যাবে কালো মানিকদের ঘরে? জানতে হলে অপেক্ষা তো করতেই হচ্ছে!

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট