চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্যারিবিয়দের হারিয়ে দিল আইরিশরা

১৭ জানুয়ারি, ২০২০ | ২:৪৬ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আয়ারল্যান্ড। ২০৯ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। এ যেন তীরে এসে তরী ডোবার অবস্থা। বুধবারের ম্যাচে সেন্ট জর্জেসের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রেকর্ড গড়া জুটিতে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। দুই ওপেনারের ১৫৬ রানের জুটিতে অগ্রণী ছিলেন স্টার্লিং, তাকে যোগ্য সঙ্গ দেন ও’ব্রায়েন। স্টার্লিং এবং ও’ব্রায়েন দুই ওপেনার ১৫৬ রানের জুটি গড়ে রেকর্ড তৈরি করেন আয়ারল্যান্ডের। দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোনো দেশের সেরা। এরপর ৩২ বলে ৪৮ রান করে ও’ব্রায়েন বিদায় নেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুইবার নব্বইয়ের ঘরে আউট হওয়া ডানহাতি ওপেনার স্টার্লিং করেন ৯৫। ৪৭ বলে খেলা তার ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া আট ছক্কা ও ছয় চারে। শেষ পর্যন্ত দুইশ পার হয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ২০৮-এ। ২৮ রানে ২ উইকেট নেন ব্রাভো। আঁটসাঁট বোলিংয়ে ২৫ রানে এক উইকেট নেন হেইডেন ওয়ালশ। এরপর জবাব দিতে নেমে প্রথমে ভালোই খেলে ওয়েস্ট ইন্ডিজ। সিমন্সের বিদায়ে ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। পঞ্চাশ ছুঁয়ে থামেন লুইস। ২৯ বলে তিনি গড়েন ৫৩ রানের ইনিংস। ছিল তিনটি ছক্কা ও ছয়টি চার। শিমরন হেটমায়ার তিন ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন। পোলার্ড ১৫ বলে ৩১ রান করেন। ছিল তিনটি ছক্কা ও একটি চার। নিকোলাস পুরান ২৩ বলে করেন ২৬ রান। জয় হাতের নাগালেই ছিল। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান, হাতে ছিল ৬ উইকেট। এ অবস্থা পাল্টে দেন বলার ক্রেইগ ইয়ং। মাত্র ৩ রান দিয়ে পুরানকে বিদায় দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট