চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আসছে বান্দরবান আজ

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২০ | ২:৪৬ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশ আজ থেকে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে মেতে উঠবে। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ৮টি জেলা দল নিয়ে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে আজ এ প্রতিযোগিতা একই সাথে বৃহত্তর চট্টগ্রামের ৪টি ভেন্যুতে শুরু হচ্ছে। এতে বান্দরবান জেলা দল চট্টগ্রামে, ফেনী নোয়াখালীতে, রাঙ্গামাটি কক্সবাজারে এবং খাগড়াছড়ি জেলা দল যাবে লক্ষীপুরে স্বাগতিক দলের বিরুদ্ধে খেলতে। এরপর ২য় লেগে ফিরতি পর্বের খেলায় ২০ জানুয়ারী চট্টগ্রাম যাবে বান্দরবানে, নোয়াখালী যাবে ফেনীতে, কক্সবাজার যাবে রাঙ্গামাটিতে এবং লক্ষীপুর যাবে খাগড়াছড়িতে খেলতে। প্রত্যেকটি খেলা স্ব স্ব জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু বান্দরবান ও চট্টগ্রামের ম্যাচটি হবে বন্দর স্টেডিয়ামে। ঐ দিন এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিধায় বিকল্প ভেন্যু হিসেবে খেলাটি চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও বান্দরবান জেলার ২টি ম্যাচের এগ্রিগেড ফলাফলের উপর জয়ী দল আগামী ২৪ জানুয়ারী নোয়াখালী ও ফেনী জেলার ২টি ম্যাচের এগ্রিগেড ফলাফলের উপর জয়ী দলের বিরুদ্ধে মোকাবেলা করবে। একইভাবে কক্সবাজার ও রাঙ্গামাটি এবং লক্ষীপুর ও খাগড়াছড়ি’র মধ্যেকার জয়ী দু-দল খেলবে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে সেমিফাইনালে অংশ নেবে। মুজিববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার জন্য প্রত্যেক জেলা দলকে ১ লক্ষ টাকা করে বাফুফে প্রদান করা হয়েছে। আজকের ম্যাচে ভাল করার ব্যাপারে আশাবাদী স্বাগতিক চট্টগ্রাম জেলা দলের কোচ মো. শামসুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ছেলেরা পরিকল্পনামাফিক খেলতে পারলে রেজাল্ট পক্ষে আসতে পারে। প্রতিপক্ষ দল নিয়ে তেমন কোন ধারনা তার নেই। তবে, বান্দরবান ভাল দল হতে পারে বলে তিনি মনে করছেন। তিনি আজ চট্টগ্রামবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই কথা বলেছেন দলের চীফ দ্য মিশন মাহামুদুর রহমান মাহাবুব ও কোর্ডিনেটর কাজী জসিম উদ্দিন। এদিকে বান্দরবান জেলা দলের কোচ অসীম বড়–য়াও ভাল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম অবশ্যই ভাল দল। তার উপর নিজেদের মাঠে খেলা হচ্ছে। কাজেই ওরা ফেভারিট থাকবে। তবে আমরাও আপ্রাণ চেষ্টা করে যাবো। দলের প্রস্তুতি তেমন হয়নি জানিয়ে তিনি বলেন, এ ম্যাচ খেলার জন্য সকাল ৮টায় তারা বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং খেলার পর আবারো ফিরে যাবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট