চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিবের ওপরই সিদ্ধান্ত ছেড়েছে দল

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষে ম্যাচে চোট পাওয়া সাকিব আল হাসানের ফাইনালে খেলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিশ্বের সেরা অলরাউন্ডারের ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গত বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যথা নিয়ে মাঠ ছাড়া সাকিব আল হাসানের চোট গুরুতর কিছু নয় বলেই মনে করা হয়েছিল। বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, তাকে এক দিন পর্যবেক্ষণের পর অবস্থা আরও ভালো বোঝা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগের দিন গতকাল বৃহস্পতিবার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, খেলার সিদ্ধান্তটা সাকিবের ওপরই ছাড়া হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করার পর শরীরের পেছন দিকের ব্যথায় মাঠ ছাড়েন সাকিব। মাঠ ছাড়ার খানিক আগেও ব্যথায় উইকেটের পাশে শুয়ে পড়েছিলেন। চিকিৎসা নিয়েছেন সেখানেই বেশ অনেকটা সময় ধরে। তখন ব্যাটিং চালিয়ে গেলেও একটু পর দৌড়ে রান নেওয়ার সময় আবার টান লাগে পেছনে। দৌড়ের শেষ দিকে ব্যথায় পিঠে হাত দিয়ে চেপে ধরতে দেখা গেছে তাকে। মাঠ ছাড়েন তখনই। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলা বাংলাদেশের সামনে প্রথমবারের মতো কোনো ফাইনাল জেতার হাতছানি। তবে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে বলে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতেও চায় না দল। হয়তো এজন্যই সাকিবের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট