চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শেখ রাসেল ও সাইফের জয় শেখ জামালের হোঁচট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ মে, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ নিজ নিজ খেলায় জয় পেয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে ড্র করে হোচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের খেলায় পয়েন্ট টেবিলের তলানির দল টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। ১৪ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট তাদের। ম্যাচের চতুর্থ মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড জকিরভ ওতাবেক (১-০)। ৩৪তম মিনিটে ওতাবেকের কর্নারে কলম্বিয়ার ফরোয়ার্ড আন্দ্রেস করদোবা নিখুত হেডে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। শেষ দিকে ব্রাজিলিয়ান আলেসান্দ্রো চেলিন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্র্র্র্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ ড্র করে শেখ জামাল। খেলার ১৮ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল (১-০)। ৩০তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। হাবিবুর রহমানের থ্রো ইনে সতীর্থের মাথা হয়ে আসা বলে জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর ভলি জাল খুঁজে পায় (১-১)। ১৪ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে শেখ জামালের পয়েন্ট ১৫ এবং ৪ জয় ও ৪ ড্রয়ে ১৬ পয়েন্ট মুক্তিযোদ্ধা সংসদের। শেখ রাসেল সহজেই ৩-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। অন্যম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত রহমতগঞ্জের কাঝে ১-২ গোলে হার মেনেছে চট্টগ্রাম আবাহনী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট