চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শচিনের নো-বল

১৬ মে, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামের নেটে বল করছিলেন শচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা গিয়েছে পার্ট-টাইম স্পিনার হিসাবে। ফলে স্পিনার হওয়ার সুবাদে নো-বল করার সম্ভাবনা কমই থাকত তাঁর। কিন্তু এবার নেটে করছিলেন মিডিয়াম পেস। তার জন্য তাঁকে রান-অপ নিতে হয়েছিল বেশ কিছুটা দূর থেকে। ফলে অনিচ্ছাকৃতভাবে নো-বল কর বসলেন মাস্টার ব্লাস্টার। শচিন টেন্ডুলকরের নেটে বোলিং করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হল। তবে কেউ তাঁর নো-বল খেয়াল করলেন না। ধরিয়ে দিল আইসিসি। আইসিসি শচিনের এমন সিরিয়ার পোস্টে একটু মজা করল। নেহাতই মজার ছলে শচিনের সেই ভিডিও থেকে একটি স্ক্রিনশট তুলে নিল আইসিসি। তার পাশে জুড়ে দেওয়া হল প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনারের ছবি। সেই ছবিতে স্টিভ বাকনার নো-বলের সিগনাল দিচ্ছেন। দুটি ছবি কোলাজ করে আইসিসি নিচে লিখল, তোমার সামনের পায়ের অবস্থান দেখ, চিন। ছোটবেলার শিবাজী পার্কে গিয়ে নেটে বোলিংয়ের পর ব্যাটিংও করেন শচিন।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট