চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গসিপ বীরু ঘরেলু পুরস্কার

১৬ মে, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

বীরেন্দ্র শেহবাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কারের তালিকা শুনলে চমকে যাবেন। শিল-পাটা, টর্চ, বরফ, টুলু পাম্প, জুস মেশিন আরও কত কী! না, কোনও পুরস্কানে নেই। এসব দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রই তিনি দিয়েছেন বিশ্ব সেরা ক্রিকেটারদের। এই যেমন, ধোনিকে দিয়েছেন টর্চ। ইমরান তাহিরকে পুরনা জিন্স। ঋষভ পান্থকে শিল-পাটা, ডেভিড ওয়ার্নারকে জুস মেশিন। কাগিসো রাবাডাকে টুলু পাম্প। হার্দিক পান্ডিয়াকে মশালা-দানি।বীরেন্দ্র শেহবাগের পক্ষেই এসব সম্ভব! আইপিএলের ১২তম আসর শেষে পারফরম্যান্সের বিচারে ক্রিকেটারদের পুরস্কার বিতরণ করেছেন তিনি। কাকে, কেন, কোন পুরস্কার দেওয়া হয়েছে সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন বীরু। যেমন- ধোকি তিনি টর্চ দিয়েছেন। কারণ, ধোনিই চেন্নাইয়ের জয়ের পথে আলো দেখিয়েছেন। পান্থকে দিয়েছেন শিল-পাটা। কারণ, বোলারদের পিষে পিষে তিনি চাটনি বানিয়েছেন! রাসেলকে মুগুর। কারণ, তিনি বোলারদের আচ্ছা করে ধুয়েছেন। তাহিরকে পুরনো জিন্স। পুরনো হলেও তরতাজা। চাপের মুহূর্তে ঠান্ডা থাকতে পারেন বুমরাহ। তাই তাঁকে বরফ দিয়েছেন শেহবাগ।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট