চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জয়ের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০১৯ | ১০:১৪ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাসল এভিনিউতে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের দেয়া ২৯৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবালের ৫৩ বলে ৫৭ ও লিটন দাসের ৬৭ বলে ৭৬ রানের ওপর ভর করে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে টাইগাররা। ৩১ ওভারশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১৩ রান।
সাকিব আল হাসান ৩৯ বলে ৩৯ ও মুশফিকুর রহিম ২৭ বলে ৩০ রান করে ব্যাটিংয়ে আছেন।
টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড ৮ উইকেটে সংগ্রহ করে ২৯২ রান। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার পল স্টার্লিং ১৪১ বলে ১৩০ ও জেমস ম্যাককালাম ১০ বলে ৫ রান করেন। এছাড়া এন্ডি বালবার্নি ২০ বলে ২০, অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ১০৬ বলে ৯৪, কেভিন ও ব্রায়ান ৪ বলে ৩, মার্ক আদাইর ৭ বলে ১১, গ্যারি উইলসন ৬ বলে ১২, জর্জ ডকরেল ৫ বলে ৪ ও ব্যারি ম্যাককার্থি ১ বলে ১ রান করেন।
আজ বাংলাদেশের একাদশে লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন ছাড়াও সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন । শরীরের পেছন দিকের ব্যথার কারণে বিশ্রাম দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, আগের দুই ম্যাচে দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজ, আগের ম্যাচের ম্যান অব দা ম্যাচ মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিথুনকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট