চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২য় ম্যাচেই ৫ উইকেট রাহীর

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০১৯ | ৯:২২ অপরাহ্ণ

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেলেন আবু জায়েদ রাহী। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আজকের (১৫ মে) ম্যাচে ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট দখল করেন তিনি।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডের এ বোলারকে ওয়ানডে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করায় ক্রিকেটমহলে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে তাসকিনের পরিবর্তে আবু জায়েদ রাহীকে বিশ্বকাপ স্কোয়াডে রাখায় তা নির্বাচকদের চমক হিসেবেই দেখেছিল মিডিয়ার লোকজনও। অভিষেক ম্যাচে ১৩ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচেই নিজের যোগ্যতার স্বাক্ষর রাখলেন রাহী। সঙ্গে সঙ্গেই প্রমাণ করলেন নির্বাচকরা তাকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিয়ে কোনই ভুল করেননি।

আজকের ম্যাচে এন্ডি বালবার্নির (২০ বলে ২০ রান) উইকেট নিয়ে ওয়ানডে উইকেট পরিসংখ্যানের খাতা খোলেন রাহী। এরপর একে একে বিদায় করেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (১০৬ বলে ৯৪ রান), কেভিন ও ব্রায়ান (৪ বলে ৩ রান) , পল স্টার্লিং (১৪১ বলে ১৩০ রান) ও গ্যারি উইলসন (৬ বলে ১২ রান)কে।

রাহীর ৫ উইকেট ছাড়া আজকের ম্যাচে বাংলাদেশ বোলারদের মধ্যে সফল ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৯ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। একটি উইকেট পেয়েছেন রুবেল হোসেন ৭ ওভারে ৪১ রান দিয়ে। আজ মাশরাফি ৮ ওভার বল করে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে। ৯ ওভারে ৬৫ রান দিয়েও উইকেট পাননি। এতে আয়ারল্যান্ড ৮ উইকেটে সংগ্রহ করে ২৯২ রান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট