চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চ্যাডউইকের ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৭ অপরাহ্ণ

দুদার্ন্ত ব্যাটিং নৈপুণ্যে রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় ‍তুলে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবিস্কা ফার্নান্দো  ও চ্যাডউইক ওয়ালটনের অসাধারণ ব্যাটিংয়ে রংপুরকে হারাল তারা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই ঝড় তুলেন চট্টগ্রামের দুই ওপেনার চ্যাডউইক ওয়ালটন ও আবিস্কা ফার্নান্দো। রংপুর বোলারদের ওপর রীতিমতো তোপ দাগান তারা। উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৬৮ রান। তবে অতি মরিয়া হয়ে খেলতে গিয়ে লুইস গ্রেগরির শিকার হয়ে ফেরেন আবিস্কা। ফেরার আগে ২৩ বলে ৩ ছক্কার বিপরীতে ২ চারে ঝড়ো ৩৭ রান করেন তিনি।

ফিফটি করতে আবিস্কা ব্যর্থ হলেও সফল হন ওয়ালটন। রংপুর বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। অবশ্য অর্ধশতক করার পর ক্রিজে স্থায়ী হতে পারেননি এ ওপেনার। ৩৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় কাঁটায় ৫০ রান করে ফেরেন ডানহাতি ব্যাটার। এতে জয়ের পথে এগিয়ে যায় চট্টগ্রাম।

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে জুটি বাঁধেন ইমরুল কায়েস। দারুণ সমর্থন পান তিনি। কিন্তু আচমকা থমকে দাঁড়ান মাহমুদউল্লাহ। অ্যাবলকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। এতে কেবল জয়টা বিলম্বিত হয়েছে চট্টগ্রামের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট