চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অবসরের সিদ্ধান্ত পাল্টালেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৩ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিবাদের জের ধরে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। এক বছরেরও বেশি সময় পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্য তার। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের জার্সি পরা হয়নি ব্রাভোর। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে শেষ পর্যন্ত অবসর নেন তিনি। বোর্ডে এসেছে বেশ কিছু পরিবর্তন, তাতেই আবার খেলার ইচ্ছা জেগেছে ব্রাভোর। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন, ‘বিশ্বে আমার যত ভক্ত ও শুভাকাঙ্খী আছে, তাদের জন্য একটি ঘোষণা দিচ্ছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এটা গোপন নয় যে, প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তন এসেছে।’ ব্রাভো আরও যোগ করেছেন, ‘ইতিবাচক কিছু পরিবর্তনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমি। কোচ ফিল সিমন্স ও অধিনায়ক কিয়েরন পোলার্ড আছে। আবারও ফিরতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বিশেষ কিছুর অংশ হতে আমি উন্মুখ হয়ে আছি।’ আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চান ব্রাভো, ‘শক্তিশালী দল নিয়ে আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারি। দলে সুযোগ পেলে আমি আমার সেরাটা দিবো। সবসময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ গত নভেম্বরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পাল্টানোর ইঙ্গিত দিয়েছিলেন ব্রাভো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট