চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খেলা ছেড়ে বিপিএল’র ধারাভাষ্যে আনজুম !

অনলাইন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৯ | ৯:৪২ অপরাহ্ণ

আইপিএলের পর এবার বিপিএলে টেলিভিশন দর্শকরা প্রথমবার শুনতে পাচ্ছেন নারী কণ্ঠ। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আনজুম চোপড়া বঙ্গবন্ধু বিপিএলে এসেছেন ধারাভাষ্যকার হয়ে। খেলা ছাড়ার পর পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন ধারাভাষ্যকে।  ক্রীড়া পরিবার থেকে উঠে আসা আনজুম বিপিএলে আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সমান তালে।
বহুগুণের অধিকারী ৪২ বছর বয়সী আনজুম ধারাভাষ্যকার ছাড়াও লেখক, অভিনেত্রী, মোটিভেশনাল স্পিকার ও পরামর্শক। দিল্লিতে বেড়ে ওঠা আনজুমের বাবা কৃঞ্চান চোপড়া ছিলেন গলফার। নানা ভেড প্রকাশ সাহানি ছিলেন অ্যাথলেট ও ক্রিকেট ধারাভাষ্যকার।
আনজুমের ছোট ভাই নিরভান চোপড়া দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। চাচাও খেলেছেন পেশাদার ক্রিকেট।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট