চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানে টেস্ট ফেরার দিনে ব্যাটে-বলে জমজমাট লড়াই

১২ ডিসেম্বর, ২০১৯ | ৩:০০ পূর্বাহ্ণ

দশ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরল পাকিস্তানে। শুরুর কঠিন সময় পার করে শ্রীলংকাকে টানেন দুই ওপেনার। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ব্যাটে-বলে দারুণ জমে উঠা লড়াইয়ে বাঁধ সাধে আলোকস্বল্পতা। দিনের খেলা শেষ হয়ে যায় আগেভাগেই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বুধবার ৫ উইকেটে ২০২ রান করেছে শ্রীলংকা। প্রথম দিনে খেলা কম হয়েছে ২২.৫ ওভার। ৩৮ রানে ব্যাট করছেন দনাঞ্জয়া ডি সিলভা, ১১ রানে নিরোশান ডিকভেলা। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। সেই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশটিতে ফিরল টেস্ট ক্রিকেট। আর রাওয়ালপিন্ডিতে টেস্ট ফিরল প্রায় ১৫ বছর পর। এর আগে এখানে সবশেষ টেস্ট হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে সেই ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। পিচে পেসারদের জন্য রয়েছে যথেষ্ট সুবিধা। কোনো স্পিনার নেই স্বাগতিক দলে, খেলছে চার পেসার নিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর কঠিন সময় আস্থার সঙ্গে পার করে দেন দুই লঙ্কান ওপেনার। ত্রয়োদশ ওভারে উসমান শিনওয়ারির দারুণ এক ডেলিভারি দিমুথ করুনারতেœর স্টাম্প ছুঁয়ে গেলেও বেল পড়েনি! ৯৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়ে যায় শ্রীলংকা। ১১০ বলে ৯টি চারে ৫৯ রান করা করুনারত্নকে এলবিডব্লিউ করেন শাহিন শাহ আফ্রিদি। খানিক বাদে আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে প্রথম স্লিপে ক্যাচ বানান আরেক পেসার নাসিম শাহ। ৮১ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪০ রান করেন ফার্নান্দো। দ্রুত কুসল মেন্ডিসকে ফেরান শিনওয়ারি।-বিডিনিউজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট