চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কানাডার বর্ষসেরা বিয়াঙ্কা

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

চলতি বছরে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে কিংবদন্তি সেরেনা উইলিয়াসকে হারিয়ে কানাডার প্রথম টেনিস প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়েছিলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এরপর তাঁর শহর মিসিসগায় বছর ঊনিশের বিয়াঙ্কার নামে নামকরণ হয় রাস্তার। জনজোয়ারে বিয়াঙ্কাকে তাঁর হোমটাউনে বরণ করে নেন সাধারণ মানুষ। বছর শেষে যুক্তরাষ্ট্র ওপেনের রানির মাথায় নয়া পালক। যুক্তরাষ্ট্র ওপেনে খেতাব জয়ের রেশ ধরেই কানাডার বর্ষসেরা এথলিটের তকমা ছিনিয়ে নিলেন বিয়াঙ্কা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম টেনিস প্লেয়ার হিসেবে কানাডার বর্ষসেরা এথলিটের শিরোপা জিতে নিলেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট