চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আজ ২য় সেমি ফাইনাল

মেয়র কাপ ফুটবলের ফাইনালে উত্তর পতেঙ্গা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

সিজেকেএস মেয়র কাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেেেছ উত্তর পতেঙ্গা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে চকবাজার ওয়ার্ডকে হারিয়েছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ২য় সেমিফাইনালে জামাল খান ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড মুখোমুুখি হবে। ফাইনাল হবে পরশু ১৩ ডিসেম্বর। খেলায় উত্তর পতেঙ্গা ওয়ার্ড একেবারে যোগ্যতর দল হিসেবেই জয় পেয়েছে। তবে খেলার ৩৩ মিনিটে চকবাজারের কিপার উত্তম বড়–য়ার গোল হজম না করলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো। খেলায় পরাজিত হলেও প্রায় সমানতালে খেলার চেষ্টা করেছে চকবাজার ওয়ার্ডের খেলোয়াড়রা। কিন্তু আক্রমণভাগের দূর্র্বলতার কারণে তারা গোলের দেখা পায়নি। খেলার শুরু থেকে আক্রমণে গেলেও গোল পেতে উত্তর পতেঙ্গাকে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ সময় তুহিনের কর্নার লবে কিপার উত্তম বড়–য়ার হাত থেকে ফসকে গেলে কাছে দাড়ানো ফাহিম সহজেই টোকা মেরে বল জালে জড়ান (১-০)। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করেন উত্তর পতেঙ্গার সেই ফাহিম। ৩৫ মিনিটে ফ্রি কিক থেকে চকবাজারের কিপার উত্তম বড়–য়ার দেখার মতো শট ক্রস বার ঘেষে বাইরে চলে যায়। এতে করে ভুল শোধরানোর সুযোগটিও হারিয়ে বসেন কিপার উত্তম বড়–য়া। অথচ এই উত্তম বড়–য়াই গেল ২টি খেলা অর্থাৎ প্রি কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২টি করে ৪টি শট ঠেকিয়ে দিয়ে দলকে সেমিফাইনাল পর্যন্ত টেনে এনেছিলেন। ৩৮ মিনিটে আকতারের লম্বা থ্রো থেকে উত্তর পতেঙ্গার সৃষ্ট জটলায় কয়েক দফায় চেষ্টার পরও গোল না হলে ইনজুরি পিরিয়ডে উল্টো গোল হজম করে এবং সেমিফাইনাল পর্যন্ত এসে থেমে যায় চকবাজার ওয়ার্ডের দৌড়। খেলা শেষের ইনজুরি পিরিয়ডে বদলী এরশাদের শট ডিফেন্ডার রাসেলের পায়ে লেগে জালে ঠাই করে নেয়। এতেই ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে উত্তর পতেঙ্গার খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। জয়ী দলের রোমান সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন চসিক প্যানেল মেয়র, চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

উত্তর পতেঙ্গা – মনির, মনসুর (জুয়েল), প্রকাশ, মিঠু, সজীব, রোমান, বাবু, ফাহিম (এরশাদ), তুহিন, আমজাদ (পাভেল) ও বোরহান।
চকবাজার – উত্তম, আকতার, রাসেল, টিংকু (আরিফ) (আকিব), লিটন, আনোয়ার, হাবিব, কাইয়ুম, পান্থ নিশান, রাহী ও ফারুকুল (নিশান)।
রেফারি: বিটু রাজ বড়–য়া এবং সহকারি খোরশেদ আলম ও ওমর শরীফ।
আজকের খেলা: ২য় সেমিফাইনাল-বিকেল ৪টা ৩০ মিনিটে জামাল খান বনাম উত্তর পাঠানটুলী ওয়ার্ড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট