চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারত গেলো চট্টগ্রাম বধির দল

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় বধির এসোসিয়েশনের ক্রিকেট দল তিনটি ম্যাচ খেলতে ভারত সফরে পৌচেছে গতকাল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এসোসিয়েশনটির বধির ক্রিকেটাররা সফরে একটি ওয়ানডে ও দুটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে কলকাতার বধির এসোসিয়েশনের ক্রিকেট দলের বিরুদ্ধে। ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন আয়োজিত ইন্দো-বাংলা টুর্নামেন্টটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজই। সফরের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর। খেলাগুলো অনুষ্ঠিত হবে কলকাতার কালীঘাট ক্রিকেট গ্রাউন্ড ও দেশবন্ধু পার্ক (ওভাল)। ২৪ সদস্যের চট্টগ্রামের দলটির শুভযাত্রা কামনায় গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসোসিয়েনশটির প্রধান উপদেষ্টা ও সিজেকেএস নব নির্বাচিত সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী এমজেএফ বধির ক্রিকেটারদের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে ভালো খেলে দেশের সুনাম বয়ে আনার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি এসোসিয়েশনের সকল কমর্কতার উচ্চকন্ঠ প্রশংসা করেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি কে এম সাব্বির, সাধারন সম্পাদক ফরিদুল আলম, কোষাধ্যক্ষ নাহিদ পারভেজ, কোচ মোহাম্মদ রবিন, দোভাষী আফরোজা খাতুন প্রমুখ। প্রসঙ্গত. সফর বিনিময়ের অংশ হিসাবে ভারতের দলটি ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে চট্টগ্রাম আসার কথা রয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট