চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কাল মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। অপেক্ষা মাঠের খেলার জন্য। আাগমীকাল বুধবার থেকে মাঠের খেলাও শুরু হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্সের ম্যাচ দিয়ে। বিপিএলের সপ্তম আসরে ৩৮ দিনে ৪৭টি ম্যাচ হবে। সাত দলের টুর্নামেন্টে প্রতিদিন ম্যাচ হবে দুটি করে। ইতিমধ্যে দলগুলোর একটা প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এক সপ্তাহ ধরে প্রতিটি দলই কম-বেশি অনুশীলন করেছে। কোনো কোনো দল বিদেশি ক্রিকেটার নিয়েও প্র্যাকটিস করেছে। গতকাল বেশিরভাগ দলেই বিদেশি ক্রিকেটার অনুশীলনে যোগ দিয়েছেন। এদিকে গতকাল ঢাকার একটি হোটেলে জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস, চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ কোচ নিক্সন, নাসির হোসেন, রুবেল ও ইমরুল কায়েস সহ দলের অন্যান্য খেলোয়াড়রা। আগামীকাল প্রথম ম্যাচসহ দুই ম্যাচে চোটের কারণে খেলবেন না চট্টগ্রাম দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর প্রথম দুই ম্যাচে খেলতে না পারার বিষয়টি জানায় ক্লাবটির কর্মকর্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট