চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আজ এএফসি কাপে ঢাকা আবাহনীর বাঁচা মরাই লড়াই

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

এএফসি কাপের ফিরতি পর্বের লড়াইয়ে আজ বাংলাদেশ ও ভারতের দুই ক্লাব দল মুখোমুখি হবে। এতে সন্ধ্যে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও ভারতের চেন্নাইন এফসি মুখোমুখি হবে। দু-দলের প্রথম সাক্ষাতে আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে আত্মঘাতী গোলে হেরে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সুতরাং আজ নিজেদের মাঠে প্রতিশোধের মিশনে নামতে হবে আবাহনীকে। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে হলেও জয়ের কোন বিকল্প নাই। আবাহনীর জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ পয়েন্ট না পেলে তাদের বিদায় ঘন্টাও বেজে যেতে পারে। নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়ে এএফসি কাপ মিশন শুরু করেছিলো আবাহনী। কিন্তু তার ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। পরের ম্যাচেই ঘরের মাঠে ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে ড্র (২-২ গোলে) করে। ভারতের আরেক ক্লাব চেন্নাইন এফসির সঙ্গে পরের ম্যাচ ড্র করলেও যুগ্মভাবে শীর্ষে থাকতে পারতো আবাহনী। কিন্তু ০-১ গোলে হেরে আহমেদাবাদ থেকে আবাহনীকে ফিরে আসতে হয় শূন্য হাতে। আবাহনী ৩ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে। আর ৩ ম্যাচে ২ জয় , ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাইয়ান এফসি। ভারতের আই লিগ চ্যাম্পিয়ন দলটি আবাহনীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা আসে। গতকাল অনুশীলন করেছে আবাহনী মাঠে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের কোচই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আবাহনীর কোচ ফাবিও লেমস বলেছেন, ‘এ ম্যাচ জিততে না পারলে আমাদের আর কোনো সম্ভাবনাই থাকবে না। আমার ঘরের মাঠের ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবো।’চেন্নাইনের ইংলিশ কোচ জন গ্রেগরির চোখেও জয়ের নেশা, ‘আবাহনী কঠিন প্রতিপক্ষ। তবে আমরা জয়ের জন্য সেরা খেলাটাই খেলবো। এ ম্যাচ জিতলে আমার কোয়ালিফাই করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট