চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্রিকেটসহ একদিনেই ৭ স্বর্ণপদক

জয় আর্চারিতে বাংলাদেশের ছক্কা

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৩ পূর্বাহ্ণ

আর্চারির বিভিন্ন ইভেন্টের ছয়টি ফাইনাল অনুষ্ঠিত হয় গতকাল। পোখরায় অনুষ্ঠিত এই ছয় ফাইনালের সবগুলোতে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এসএ গেমসে আর্চারিতে জেতা এই ছয় স্বর্ণপদক শেষে গতকাল জেতা নারী ক্রিকেটের সেরা সাফল্যে বাংলাদেশের মোট অর্জন এখন ১৪টি স্বর্ণপদক।

বিদেশের মাটিতে এসএ গেমসে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে অবশ্য ২০১০ সালে দেশের মাটিতে এসএ গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১৮টি স্বর্ণপদক জিতেছিল। সেটাই এখন পর্যন্ত এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য। নেপাল এসএ গেমসের অষ্টম দিনে এসে যেভাবে স্বর্ণালি সাফল্যের পথে এগিয়ে চলেছে পুরো দল, তাতে মনে হচ্ছে নিজেদের সেরাকে এখানে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ। আর এই সম্ভাবনাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করেছে আর্চারি। এখন পর্যন্ত নেপাল এসএ গেমসে আর্চারির সব স্বর্ণপদক বাংলাদেশের গলায়। ছয় ফাইনালের ছয়টি স্বর্ণপদকই বাংলাদেশের। আর্চারির আরো চারটি ফাইনাল বাকি আছে। শেষ চারটি ফাইনাল হবে আজ। কোনো সন্দেহ নেই, শেষ এই চারটি ফাইনালেও বাংলাদেশ ফেভারিট। আর্চারির ১০ স্বর্ণের সবকটিই তাহলে উঠছে বাংলাদেশের গলায়। গতকালের সাফল্যের শতভাগ আজ ধরে রাখলেই হবে সেই ইচ্ছে পূরণ! গতকাল পোখরায় আর্চারির শেষ ইভেন্ট ছিল কম্পাউন্ড মিশ্র দলগত’র লড়াই। এই ইভেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশ স্বর্ণপদক জিতে।
সারাদিনে বাংলাদেশ আর্চারির যে ছয় ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতেছে সেগুলো হলো-
১) পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
২) নারীদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
৩) রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট। এতে বাংলাদেশ হারায় ভুটানকে।
৪) পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। ফাইনালে ভুটানকে হারায় বাংলাদেশ।
৫) নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। বাংলাদেশ এতে হারায় শ্রীলঙ্কাকে।
৬) কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট। বাংলাদেশ ফাইনালে জেতে নেপালের বিপক্ষে।
গতকাল নারীদের ক্রিকেটে স্বর্ণপদকসহ গেমসের অষ্টম দিনে বাংলাদেশ জিতেছে ৭টি স্বর্ণ। গেমসে মোটের তালিকায় যে সংখ্যা এখন ১৪।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট