চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তৃতীয় এইচআরসি গল্ফ কাপ টুর্নামেন্ট সম্পন্ন

৯ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে তৃতীয় এইচআরসি গল্ফ কাপ টুর্নামেন্ট ৭ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এটি স্পন্সর করেন “এইচআরসি গ্রুপ”। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান। এতে উপস্থিত ছিলেন এইচআরসি গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর (টি) মো. ইদ্রিস, লাইটিং লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদুয়ানুল আজিজ, এজিএম (অর্থ) আতাউর রহমান চৌধুরী ও এজিএম (মার্কেটিং) ইকবাল চৌধুরী সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। ১৫ জন মহিলা, ২১ জন জুনিয়র ও ৯ জন সিনিয়রসহ মোট ১৯৮ জন দেশী বিদেশী গল্ফার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (গল্ফ) মীর্জা সালমান ইস্পাহানী। বক্তব্য রাখেন এইচআরসি গ্রুপের সিনিয়র ডাইরেক্টর কাজী রুকুনউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ফিরোজ আহম্মেদ ও ভাইস প্রেসিডেন্ট (কান্ট্রি) মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন। স্পন্সরের পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন এইচআরসি লাইটিং লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদুয়ানুল আজিজ ।টুর্নামেন্টে বিজয়ীরা হলেন, উইনার-মীর্জা সালমান ইস্পাহানী, রানার আপ- মেজর মো. ফারুকুজ্জামান ফকির, সেকেন্ড রানার আপ- মমতাজ উদ্দিন আহম্মেদ, বেষ্ট গ্রস- আরাফাতুল ইসলাম ফাহিম, সেকেন্ড বেষ্ট গ্রসঃ হোসাইন মোহাম্মদ সোয়াইব, (২২-২৪ হ্যান্ডিকাপ) বেষ্ট নেটঃ ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, (২২-২৪ হ্যান্ডিকাপ) সেকেন্ড বেষ্ট নেট-রুবায়েত তানভির, লেডিস উইনার-মিসেস্ কামরুন্নেসা এহসান, রানার আপ-মিসেস্ ওবাইদা সাঈদ, নাইন হোল উইনার-ইয়াসরিব ইয়াসির ফারুক, রানার আপ-মোহাম্মদ আব্দুস সালাম,সিনিয়র উইনার-জে কে ক্যাং,জুনিয়র উইনার-মাষ্টার মাবরুর মোহাম্মদ মাফি, রানার আপ-মাষ্টার তাসনিম কারার, বেষ্ট ফ্রন্ট নাইন-ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকিন, বেষ্ট বেক নাইন-মেজর এ কে এম মোবাশ্বের আলী, লঙ্গেষ্ট ড্রাইভ-যাহিন আহম্মেদ, নিয়ারেষ্ট টু পিন- মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট