চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সোনা জিতে দুঃখ ভুলেছেন রোমান

নতুন উচ্চতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

এসএ গেমসের সপ্তম দিনে দেশের বাইরে পাওয়া সেরা সাফল্যকে ছুঁয়েছিল বাংলাদেশ। অস্টম দিন সকালেই আর্চারির রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতে এই আসরের এথলেটরা গড়ল সাফল্যের নতুন ইতিহাস। দেশের বাইরে আগের সেরা সাফল্য ছিল ১৯৯৫ সালে, মাদ্রাজের এসএ গেমসে। সেবার ৭টি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে গেমসে অবশ্য এর চেয়েও বেশি সাফল্য আছে। ১৯৮৫ সালে প্রথমবারের মতো এসএ গেমসে আয়োজন করে বাংলাদেশ জিতেছিল ৯টি সোনা। ১৯৯৩ সালে দ্বিতীয় দফার আয়োজনে অর্জন ১১টি। আগের দুই আসর ছাপিয়ে ২০১০ সালে ১৮টি সোনার পদক জিতেছিল স্বাগতিক বাংলাদেশ।

নিজের ইভেন্টে স্বর্ণ জিতে দারুণ খুশি দেশ সেরা আর্চার রোমান সানা। চোটের কারণে গত এসএ গেমসে খেলতে পারেননি। সেই কষ্টে তিন বছরেরও বেশি সময় কাটিয়ে পা রাখেন নেপালে। কাঠমান্ডু-পোখারার আসরে এসে সোনার পদক জিতে সে দুঃখ ভুলেছেন রোমান সানা। পোখারা স্টেডিয়ামে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। ছেলেদের দলগত ইভেন্টে তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেলকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কাকে ৫-৩ সেট পয়েন্ট হারিয়ে সোনা জিতেন রোমান। পরে মিশ্র দলগততে ইতি খাতুনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সোনার পদকের স্বাদ নেন এই এথলেট। রোমানের এককের খেলা আজ। তবে দেশকে টোকিও অলিম্পিকের টিকেট এনে দেওয়া এই আর্চার খুশি দলগত ও মিশ্রতে সোনা জিতে। ‘আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যে গোল্ড অর্জন করতে পেরেছি। বড় কথা হচ্ছে, ২০১৬ সালে এসএ গেমসে বড় একটা ইনজুরির কারণে খেলতে পারিনি। তখন অনেক দুঃখ লেগেছিল। এবার খেলতে আসতে পেরেছি। গতকাল দিনের শুরুটাও হয়েছে সোনা জিতে। দলগত ও মিশ্র দলগত মিলিয়ে আজ (গতকাল) দুটো গোল্ড পেয়েছি, ধরতে গেলে এটা আমার ক্যারিয়ারের সেরা অর্জন। আশা করছি, আগামীকাল (আজ) এককের ইভেন্ট আছে। আল্লাহপাক সহায় থাকলে, ইনশাল্লাহ কালও জিততে পারব।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট