চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সানা-ইতি জুটিতে তৃতীয় স্বর্ণ এল আর্চারিতে

অনলাইন ডেস্ক

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৬ অপরাহ্ণ

এশিয়ান গেমসে রবিবার আর্চারিতে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। প্রথমে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে স্বর্ণ জেতে বাংলাদেশ। পরে আর্চারিতে স্বর্ণ জিতেছেন রোমান সানা ও ইতি খাতুনের জুটি। রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণ জিতলেন তারা।

এর আগে শনিবারও তিনটি স্বর্ণ ওঠে বাংলাদেশের নামের পাশে। সবমিলিয়ে নেপালে এসএ গেমসের ১৩তম আসরে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল দশে।

প্রথমে পোখারা স্টেডিয়ামে আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের আর্চাররা। এরপর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতে নেন নারী আর্চাররাও।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলংকাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আর্চার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। রিকার্ভ মিশ্রতে ভুটানের দলকে রোমান সানা ও ইতি খাতুনের জুটি ৬-২ সেটে হারায়। এবারের আসরে আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন বাকি সাতটি ইভেন্টে স্বর্ণ পদকের আশা করছেন আর্চাররা।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট