চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খুলনার নেতৃত্বে থাকছেন মুশফিক !

৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় দলের অধিনায়কের ব্যাটন সামলেছেন বহুদিন। বিপিএলেও বিভিন্ন সময় বিভিন্ন দলের হয়ে সামলেছেন মাঠের সব দায়িত্ব। বঙ্গবন্ধু বিপিএলে এবার খুলনায় খেলছেন মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে এই আসরে খুলনাকে নেতৃত্ব দেবেন মিস্টার ডিপেন্ডেবল। প্রথম বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলস নাম নিয়ে শুরু করলেও এরপর খুলনা টাইটান্স নাম নিয়েই খেলেছে। তবে বঙ্গবন্ধু বিপিএলে খুলনা খেলবে খুলনা টাইগার্স নামে। এ পর্যন্ত দলটির সর্বোচ্চ সাফল্য ২০১৬ আসরে দ্বিতীয় রানার্স আপ হওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ৬১ ম্যাচ খেলেছে খুলনা। জয়ের পাল্লা অবশ্য হালকা। মাত্র ২৫টি ম্যাচে জয় পেয়েছে রূপসাপাড়ের দলটি। শতাংশের হিসেবে মাত্র ৪০ দশমিক নয় আট। এবার মূলত তরুণদের সমন্বয়ে স্কোয়াড গড়েছে খুলনা। মিরাজ-শান্তদের পাশাপাশি আছে সাইফ-বিপ্লবদের মতো তরুণ দেশি ক্রিকেটার। বিদেশি কোটাতেও ভালো খেলোয়াড় নিয়েছে তারা। আছে ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ, রাইলি রুশো, আমিরদের মতো খেলোয়াড়। স্পিন বিভাগটা বেশ শক্তিশালী টাইগারদের। অফ ব্রেকে মিরাজ আর লেগ স্পিনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ধরাশায়ী করা ভূমিকায় থাকবেন আমিনুল ইসলাম বিপ্লব। পেস ব্যাটালিয়নে বড় নাম মোহাম্মদ আমির। আর সম্প্রতি জাতীয় দলে দারুণ ছন্দে থাকা শফিউল ছাড়াও থাকছেন শহীদুল ইসলামও। ব্যাট হাতে মুশফিকের সঙ্গে অন্যরা ভূমিকা রাখতে পারলে ভালো ফলাফল অসম্ভব নয় তাদের জন্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট