চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হোঁচট

স্পোর্টস ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২৮ পূর্বাহ্ণ

এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে হার দিয়ে শুরুর পরই ফুটবলের স্বর্ণ পূনরুদ্ধারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। সে ধাক্কা কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকার জন্য দ্বিতীয় ম্যাচ জয়টা জরুরি ছিল লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু গতকাল নেপালের কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে জয়ের সম্ভাবনা তৈরি করেও পারেনি জেমি ডে’র শিষ্যরা। এগিয়ে গিয়েও ১-১ ম্যাচ ড্র করেছে মালদ্বীপের সঙ্গে। দুই ম্যাচে বাংলাদেশের দাঁড়াল এক পয়েন্ট। ফাইনাল খেলার সম্ভাবনা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে, ১৯৯৯ ও ২০১০ সালের চ্যাম্পিয়নদের। শেষ দুই ম্যাচ জিতলে তৈরি হতে পারে সুযোগ। ম্যাচ বাকি শ্রীলংকা ও নেপালের সঙ্গে। কিন্তু ঘরের মাঠে নেপাল কতটা শক্তিশালী সেটা বুঝিয়ে দিয়ে তাদের প্রথম ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামীকাল শ্রীলংকার বিপক্ষে খেলবে তারা। দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট বাংলাদেশের। ভুটানকে মঙ্গলবার ৪-০ গোলে হারানো স্বাগতিক নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। শ্রীলংকার পয়েন্টও ১, তবে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। দশম মিনিটে রবিউল হাসানের শট পোস্টের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে জালের নাগাল পেলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোল পায়নি বাংলাদেশ। তখন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ কোচকে। ম্যাচ শেষে বলেন, গোলবঞ্চিত হয়েছেন তারা। ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আগের ম্যাচে হেরে আসা বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রোয়ে রিয়াদুল হাসান রাফির হেড গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায়। সমতায় ফিরতে মরিয়া মালদ্বীপ বাংলাদেশের রক্ষণে দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ দিতে থাকে। চতুর্দশ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দারুণ সেভে বেঁচে যায় বাংলাদেশ। এরপর ইব্রাহিম মাহুদে হোসাইনের ফিরতি শট ফেরে পোস্টে লেগে। গোছালো ফুটবল খেলা মালদ্বীপ ৭০তম মিনিটে সমতায় ফেরে। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেওয়া শটে পরাস্ত হন জিকো। বলের লাইনে থাকলেও আটকাতে পারেননি তিনি। একটু পর জিকো একটি সেভ করেন। আরেকটি শট পোস্টে লেগে ফেরে। বাকিটা সময় এগিয়ে যাওয়া গোলের দেখা পায়নি বাংলাদেশ। দুই ম্যাচে জয়হীন থাকায় বাংলাদেশের এবার মুকুট ফিরে পাওয়ার আশা অনেকটাই মলিন হয়ে গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট