চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

হ্যামিল্টন টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২৮ পূর্বাহ্ণ

হ্যামিল্টন টেস্টের পঞ্চম ও শেষ দিন জোড়া সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। দুজনের সেঞ্চুরির পর ড্রতে শেষ হলো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে কিউইরা জিতেছিল ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। তবে সিরিজ জিতে কিউইরা টেস্ট র‌্যাংকিংয়ের ২ নম্বর অবস্থান আরেকটু সংহত করেছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৭৫ রানের জবাবে অধিনায়ক জো রুটের ২২৬ ও ররি বার্নসের ১০১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৬ রানে অল-আউট হয় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে তাদের লিড হয় ১০১ রানের। চতুর্থ দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে ২ উইকেটে ৯৬ রান তুলে কিউইরা। উইলিয়ামসন ৩৭ ও টেইলর ৩১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের পঞ্চম ও শেষ দিন ব্যাট হাতে নিজেদের ইনিংস বড় করেন নিউজিল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান। প্রথম সেশনে কোন উইকেট পড়তে দেননি। ফলে ২ উইকেটে ২১১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় নিউজিল্যান্ড। বিরতি থেকে ফিরে ইংল্যান্ড দলপতি রুটকে বাউন্ডারি মেরে ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তখন সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন টেইলর। কিন্তু উইলিয়ামসনের সেঞ্চুরির ১ ওভার পরই আকাশ মেঘলা হতে থাকে। এ অবস্থায় রুটের উপর চড়াও হন টেইলর। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে চার ও পরের দুবলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার সেঞ্চুরির পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফলে ম্যাচটি ড্রতে শেষ হয়। গতকাল খেলা হয়েছে মোট ৪১ ওভার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট