চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুরানে দ্বিতীয় দিনও ইংল্যান্ডের

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৫৮ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। আজ শুক্রবার বোলাররা দ্বিতীয় দিনটিও ইংল্যান্ডকে উপহার দিয়েছেন। বিশেষ করে স্যাম কুরান। তিনি ইনিংসের শুরুতে টম লাথাম ও দিনের শেষ দিকে বিপজ্জনক হয়ে ওঠা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে স্বস্তি দিয়েছেন দলকে। ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে এখনো তারা ২০৯ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন হেনরি নিকোলস (২ৈ৬) ও বিজে ওয়াটলিন (৬)। ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড গতকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বাকি ৬টি উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পারে। বেন স্টোকস সর্বোচ্চ ৯১ রান করেন। ১৪৬ বল খেলে ১২টি চারের সাহায্যে এই রান করেন তিনি। তার সঙ্গে আগের দিন অপরাজিত থাকা ওলি পোপ করেন ২৯ রান। ৪৩টি রান আসে জস বাটলারের ব্যাট থেকে। জ্যাক লিচ অপরাজিত ১৮ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন নেইল ওয়াগনার। ২টি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম। এরপর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট