চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শীর্ষস্থানে চোখ টাইগারদের

আজই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। টাইগারদের সঙ্গে আগের ম্যাচে হারলেও ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। স্বাগতিক আয়ারল্যান্ড আবার তাদের তিন ম্যাচের দুটিতে হেরেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আজ বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে আবারও হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজবে আইরিশদের। আজ ক্যারিবীয়দের আবারও হারিয়ে একসঙ্গে দুটি কাজ করতে চায় টাইগাররা! আয়ারল্যান্ডের বিদায় নিশ্চিতের সঙ্গে নিজেদের শীর্ষে তোলার লক্ষ্য মাশরাফি মর্তুজার দলের। তাতে নিশ্চিত হবে ফাইনালও। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন মাছরাঙা ও গাজ টিভি।
ত্রিদেশীয় সিরিজে অম্ল-মধুর কাটছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের অনুসরণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। কিন্তু হোপের গড়ে দেয়া ভিত্তিতে দাঁড়িয়ে অন্যরা তাল মেলাতে পারেননি। শেষ ১০ ওভারে মাত্র ৬৪ রান নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানদের কমতির পর ক্যারিবীয় বোলাররা তামিম ইকবাল, সৌম্য সরকার বা সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের আটকাতে পারেনি। তবে তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় এবং আইরিশদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চলতি সিরিজে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই যা প্রথম। শাই হোপের সঙ্গে প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন জন ক্যাম্পবেল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৯ রানের ইনিংস খেলার পর থেকে চোটে তিনি মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ তিনটি পূর্ণাঙ্গ ম্যাচ খেললেও বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচই পুরোপুরি খেলতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি কারণে মাঠেই নামা হয়নি। ক্যারিবীয়দের বিরুদ্ধে তামিম-সৌম্য ১৪৪ রানের শুরু এনে দেয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাকিব। শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বোলারদের পারফরম্যান্সও। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নজরে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল। ১৮ মাস পর ওয়ানডে খেলতে নামা এ পেসার তিন ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট। তার ১০ ওভারে গত ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য নিয়েছেন ৫৮ রান। তবে নিজেদের মধ্যকার শেষ টেস্ট ম্যাচে টাইগার ব্যাটসম্যানদের উপর তিনি যেভাবে ছড়ি ঘুরিয়েছিলেন, তাতে গ্যাব্রিয়েলকে নিয়ে চিন্তা কিছুটা থাকবেই। তামিম, সাকিবরা ভালো করলেও বাংলাদেশ থেকে আলো থাকবে সৌম্য সরকারের উপর। তার ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রান করে নির্বাচকদের আস্থা কুড়িয়েছেন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে তার উপর ভরসা রেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে টাইগারদের বিপক্ষে অলরাউন্ডার রেমন রেইফারকে বিবেচনা করতে পারে ক্যারিবীয়রা। কারণ, আগের ম্যাচে ফ্যাবিয়ান অ্যালেন মাত্র তিন ওভার বল করতে পেরেছিলেন। অপরদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ৮ উইকেটের জয়ী একাদশই ধরে রাখতে পারে বাংলাদেশ। তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোনাসসহ পয়েন্ট ৯। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। পয়েন্টে মতো সবশেষ ওয়ানডে ফলাফলে এগিয়ে ক্যারিবীয়রা। শেষ পাঁচ ওয়ানডের তিনটিতে জিতেছে তারা। হার দুটিতে। বিপরীতে বাংলাদেশের জয় দুটিতে, তিনটিতে হার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। আজ ম্যাচে পিচ কন্ডিশন কেমন হবে সেটা শনিবারের দিকে তাকালেই অনুমান করা যায়। সিরিজের চতুর্থ ম্যাচে এখানেই প্রথম ব্যাট করে ৫ উইকেটে ৩২৭ রান তুলেছিল আয়ারল্যান্ড। সেই রান আবার দুই ওভারের বেশি বাকি থাকতে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও হাই-স্কোরিং হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ডাবলিনে আজ ঠা-া একটু বেশি থাকবে বলেই জানাচ্ছে আইরিশ আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে একটি স্বস্তিদায়ক খবরও দিয়েছে তারা। সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট