চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বেল বাজিয়ে উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০১৯ | ৩:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে আজ শুক্রবার সকালে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিবা-রাত্রীর ঐতিহাসিক এ টেস্ট ম্যাচটি দেখতে যাবেন তিনি। ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীও ২২-২৬ নভেম্বর হতে যাওয়া পাঁচদিনের এ টেস্ট ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন সকাল ১০টায়। কলকাতায় নেতাজী সুবাস চন্দ্র বোস বিমানবন্দরে পৌঁছাবেন ১০টা ২৫ মিনিটে। ইডেনে ১২টা ১০ মিনিটে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলী। এরপর বাংলাদেশ প্রধানমন্ত্রী মাঠে গোলাপি বল ও কয়েন হস্তান্তর করবেন ম্যাচ রেফারিকে। ১২টা ৫০ মিনিটে শেখ হাসিনা ও মমতা মুখার্জি আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী প্রথম সেশন মাঠে বসেই দেখবেন। মধ্যাহ্নভোজের পর সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ব্যানার্জির সঙ্গে। বৈঠকে এনআরসি এবং বহুদিনের অমীমাংসিত তিস্তা চুক্তিও আলোচনা হতে পারে বলে জানা গেছে। রাত ৮টায় শেখ হাসিনা উপভোগ করবেন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে কলকাতা বিমানবন্দর থেকে রাত ১০টায় দেশের উদ্দেশ্যে বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের কথা রয়েছে। এদিকে সিএবির যুগ্ম সম্পাদক দেবব্রত দাস জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভীষণ মূল্যবান এক স্মারক তৈরি করেছেন তাঁরা। স্মারক উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শাল-শাড়ি উপহার দেওয়া হবে। টেস্ট উপলক্ষে বিশেষ সোনার মুদ্রা দেওয়া হবে। রূপার বলের ওপর হিরা দিয়ে তৈরি গোলাপি বলের আকারে একটা বিশেষ স্মারক দেওয়া হবে। রুপার লোগোর ওপরে জারকন পাথরে তৈরি স্মারকটি হবে খুবই আকর্ষণীয়। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে। তবে পূর্ব নির্ধারিত ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট