চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফিল্ডিংকে চ্যালেঞ্জ মানছেন কোহলি

২২ নভেম্বর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে হতে যাওয়া এই ম্যাচ রোমাঞ্চ ছড়াচ্ছে স্বাগতিক খেলোয়াড়দের মনে। ভিন্ন ঘরানার এই বল নিয়ে যতটুকু অনুশীলন করেছেন, তাতে করে ফিল্ডিংকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফ্লাডলাইটের আলোয় পূর্ণ ট্রেনিং করেছে ভারত। লম্বা সময় নেটে ব্যাট করেছেন কোহলি। গোলাপি বলে ব্যাটিং পর্ব খুব সহজ মনে হয়নি তার কাছে। তবে ফিল্ডিংয়ে অনুশীলন আরও বেশি কঠিন লেগেছে। স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে ছোট্ট আঘাত পান রোহিত শর্মা। ট্রেনিংয়ের সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে প্রশ্নে কোহলি বলেছেন, ‘ব্যাটিংয়ে আমরা বেশি মনোযোগ দিয়েছিলাম।

ভিন্ন রঙয়ের বলে খেলার সময় ব্যাটসম্যান হিসেবে ভুল না করার চিন্তাই করবেন আপনি। আমরা আমাদের টেকনিক ধরে রাখতে কাজ করেছি। কিন্তু যেটা আমাকে বিস্মিত করেছে, সেটা হলো ফিল্ডিং সেশন।’ গোলাপি বলকে হকি বলের সঙ্গে তুলনা করছেন কোহলি, যাতে লাল বলের চেয়ে একটু বেশি বার্ণিশ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট