চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

‘বাংলাদেশেও এবার গোলাপি টেস্ট’

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

দিন-রাতের টেস্ট ঘিরে মহাযজ্ঞ চলছে শহর কলকাতায়। ইডেনে গোলাপি বলে বাইশ গজে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুই দেশই প্রথমবার সবুজ মাঠে গোলাপি যুদ্ধে মুখোমুখি। কলকাতায় অভিষেক লগ্ন পেরিয়ে গোলাপি টেস্টে আয়োজন করতে চলেছে বাংলাদেশ এমটা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান। গতকাল কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ার ঢাকা বিমানবন্দরে তিনি জানান, ‘ইডেনে দারুণ হতে চলেছে গোলাপি বলের টেস্ট। ভবিষ্যতে দিনরাতের টেস্ট আয়োজন আমাদেরও পরিকল্পনায় রয়েছে। তবে কোথায়, কখন হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি।’ তিনিই বলেন, ‘ সৌরভ নিজে আমাদের ফোন করে আমন্ত্রণ করেছেন। সৌরভ আমাদের ক্রিকেটের উন্নতিতে অনেক সাহায্য করেছেন। তাই গোলাপি বলে খেলতে আমরা রাজি হয়ে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীও যাচ্ছেন টেস্ট দেখতে। দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছি আমরা।’

ভারতের বিরুদ্ধে দু-দশক আগে বাংলাদেশের অভিষেক টেস্টে ছিলেন আকরাম খান। পুরনো স্মৃতির খেই ধরিয়ে দিলে তিনি ব্যস্ততম মুহূর্তেও বলে দেন, ‘ওই টেস্ট ছিল দেশের জন্য গর্বের। প্রথম ইনিংসে ৪০০ রান করার পর স্বয়ং শচিন টেন্ডুলকার এসে বলছিল ‘তোমরা ভাল খেলেছ।’

বিসিসিআই সভাপতি সৌরভের খেলোয়াড়ি জীবন থেকেই সখ্যতা। প্রিয় বন্ধু কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেটের মসনদে বসেছেন। পুরনো বন্ধুত্বের কথা স্মরণ করেই তিনি বলে দেন, ‘ইডেনে আমাদের অভিষেক টেস্টের গোটা দলকে আমন্ত্রণ জানানোয় সৌরভকে ধন্যবাদ জানাচ্ছি। ও আমাদের সম্মান দেখিয়েছে। ইডেনে খেলার অভিজ্ঞতা আগেই ছিল। ১৯৯০-এর এশিয়া কাপে আমরা খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। এবার ঐতিহাসিক টেস্টের সাক্ষী থাকতে চলেছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট