চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আউট হয়ে নেট বোলারকে রিয়াদের উপহার

২২ নভেম্বর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

নেটে ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে করতেই উঠে এসেছেন অনেক নামি-দামি বোলার। এ কারণে, একটি দল যখন নেটে অনুশীলন করে, তখন নেট বোলার যারা থাকে, তারা সর্বোচ্চ চেষ্টা করেন নিজেকে মেলে ধরার। চিন্তা একটাই, যদি কোনোভাবে কারো নজরে পড়া যায়! বাংলাদেশের বিপক্ষে ইন্দোর টেস্টের সময়ই সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন, ‘নেট বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে পছন্দ করি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটারদের আউট করার লক্ষ্য নিয়েই নেটে আসেন স্থানীয় বোলাররা। কোনও ব্যাটসম্যানকে আউট করতে পারলে, ম্যাচের মতো উৎসবও করেন কেউ কেউ।’ গত বুধবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের অনুশীলনে তেমন ছবিই দেখা গেল। বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে একবার বোল্ড ও একবার এলবিডব্লিউ করে ম্যাচের মতোই জয়োৎসব করলেন পশ্চিম বঙ্গের বাঁ-হাতি স্পিনার প্রলয় বন্দ্যোপাধ্যায়। দু’বার প্রলয়ের কাছে হার মানলেন। নিজের দুর্বল দিকটা হয়তো তাতে খুঁজেও পেয়েছেন রিয়াদ। এ কারণে নেট থেকে বেরিয়ে ২১ বছর বয়সি পশ্চিম বঙ্গের স্পিনারকে একটি গোলাপি বল উপহার দেন মাহমুউল্লাহ। কলকাতার মিডিয়া জানাচ্ছে, বাঁ-হাতি এই স্পিনার খেলেন পাইকপাড়া স্পোর্টিং ক্লাবে। গতবছর মোহনবাগানে নাম লিখেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। এ কারণে এবার পাইকপাড়ায় নাম লিখে সে আশা পূরণ করতে চান। বুধবার নেটে বোলিং করে দিনের শেষে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে প্রলয়কে। কি বললেন ভেট্টোরি? ‘স্যার বলছিলেন, বলকে আরও একটু হাওয়ায় (ফ্লাইট) রাখতে। তাতে বল ঘুরবেও বেশি। বাউন্সও বেশি পাওয়া যাবে।’

মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে উপহার পেয়ে দারুণ অভিভূত প্রলয়। এ নিয়ে তিনি বললেন, ‘খুব ভাল লাগছে। আগে কখনও গোলাপি বল চোখেই দেখিনি।’ মাহমুদউল্লাহ রিয়াদের উদারতার শেষ এখানেই নয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আরও একজন তরুণ পেসারকে গ্লাভস উপহার দিয়েছেন, নেটে তাকে আউট করার কারণে। বরাহনগরের তরুণ পেসার সৈয়দ ইরফান আফতাবের ইনসুইং বুঝতে না পেরে ব্যাট ও পায়ের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান মাহমুদউল্লাহ। এরপর নেটের মধ্যেই তাকে ডেকে নাম জিজ্ঞাসা করেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। বোলারের গতি ও সুইংয়ে মুগ্ধ মাহমুদউল্লাহ এরপর খেলার সরঞ্জাম রাখার ব্যাগ থেকে গ্লাভস বের করে তরুণ পেসার ইরফানের হাতে তুলে দেন। ইরফানের কথায়, ‘আগেও নেট বোলার হিসেবে বল করতে এসে অনেক ব্যাটসম্যানকে আউট করেছি। কখনও এ রকম উপহার পাইনি কারো কাছ থেকে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট