চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফাইনালে যেতে সৌম্য-আফিফদের দরকার ২২৯ রান

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ

ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ ইমার্জিং দল। ফাইনালে যেতে হলে ২২৯ রান করতে হবে বাংলাদেশকে। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুতে বল হাতে আশানুরূপ পারফরমেন্স করেছে বোলারারা। প্রতিপক্ষ আফগানিস্তানকে বেঁধে ফেলেছে ২২৮ রানে। হাসান মাহমুদের দুর্দান্ত স্পেলে শুরুতেই তিন ব্যাটসম্যানের পতন। এরপর একটি করে উইকেট তুলে নেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আফগানিস্তানকে।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ওয়াহিদুল্লাহ সাফাকের সঙ্গে ৬৭ ও তারিক স্ট্যানিকজাইকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন দারউইস রাসুলি। ৩৪ রান করে সাফাক ও ৩৩ রান করে বিদায় নেন তারিক। তবে হাল ছাড়েননি রাসুলি। ১১৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। সৌম্যর বলে আউট হবার আগে ১২৮ বলে ১১৪ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলতে সক্ষম হয় আফগানরা। স্বাগতিকদের হয়ে হাসান ও সৌম্য তিনটি উইকেট তুলেন। তানভির শিকার করে দুটি উইকেট ২২৯ রান তুলতে পারলেই রবিবার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামতে পারবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট