চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইডেনে থাকছেন না বুলবুল-রোকন

২১ নভেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

ভারত ক্রিকেট বোর্ড ও ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের আমন্ত্রণে সাড়া দিয়ে কলকতায় ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট দলের ৯ সদস্য। ১১ সদস্যের সেই দলের অপর দুই জন ইডেন গার্ডেনসের ওই ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না। কারণ তারা এই মুহুর্তে তারা দেশের বাইরে। সেই দুইজন হলেন, সাদা পোষাকে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকন। আমিনুল আইসিসিতে কর্মরত রয়েছেন। বছরের বেশিরভাগ সময় তার কাটে অস্ট্রেলিয়ায়। আরেক সাবেক ব্যাটসম্যান শাহরিয়ার থাকেন নিউজিল্যান্ডে। স্বল্প সময়ের মধ্যে ভারতের ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উঠতে পারেননি বলেই বিসিসিআই ও সিএবি’র আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘আমি আজকেই (গতকাল) যাচ্ছি (কলকাতায়), আকরাম ভাই (আকরাম খান)ও আজ (গতকাল) যাচ্ছে। বাকীরা সবাই কালকে (আজ) যাবে। দুর্ভাগ্যবশত দুজন মিস করবে। আমিনুল ইসলাম বুলবুল ভাই জানিয়েছেন উনি থাকতে পারবেন না। আল শাহরিয়ার রোকন নিউজিল্যান্ড থেকে আসা কঠিন তার জন্য। সেই সঙ্গে ভিসা করতে আরও সময় লাগবে। এই দুজন মিস করছে। তাছাড়া বাকিরা কালকের মধ্যে কলকাতা পৌঁছে যাবে।’ এদিকে উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচটি মাঠে বসে উপভোগ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই’র নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রধানমন্ত্রীও তার আমন্ত্রণে সাড়া দিয়েছেন।-ইন্টারনেট

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, বিকাশ রঞ্জন দাস (মাহমুদুল হাসান)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট