চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইস্পাহানি পাইওনিয়র ফুটবলের ফাইনালে রামপুর একাদশ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রামপুর একাদশ। গতকাল দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৪-১ গোলে আবর্তন গোষ্ঠীকে হারিয়েছে। দু-দলের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আজ প্রতিযোগিতা ২য় সেমিফাইনালে চট্টগ্রাম ইডেন স্টার ক্লাব ও নির্বাণ প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল এ খেলার ১৫ মিনিটে আরমান শাহ’র পেনাল্টি গোলে এগিয়ে যায় রামপুর একাদশ (১-০)। ১৯ মিনিটেই সমতা আনে আবর্তন গোষ্ঠী’র বাপ্পী (১-১)। এরপর নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে আর কোন গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রামপুর একাদশের আরমান শাহ, হৃদয়, শান্তনু ও সামি পরপর ৪টি শটে ৪ গোল করেন। অন্যদিকে আবর্তন গোষ্ঠীর তারেক ছাড়া বাকি ২টি শট মিস হলে, তাদের বাকি আরো ২টি শট মারার কোন প্রয়োজন পড়েনি। এতেই রামপুর একাদশ ৪-১ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করে। খেলা শুরুর আগে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এ সময় যুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলু, ফুটবল সম্পাদক শামীম আজাদ খোকন, যুগ্ম সম্পাদক নাছির মিয়া, রাকিব মাহামুদ ও মাহাবুবুল আলম স্বপনসহ সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট