চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়র ফুটবলে রেফারিকে ঘুষি মেরে লাল কার্ড পেলেন রাজীব

প্রথম ম্যাচেই দক্ষিণ পতেঙ্গার দৃঢ়তা, চকবাজার ও পাঁচলাইশ ওয়ার্ডের কৃতিত্বপূর্ণ জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

মেয়র গোল্ডকাপ আন্ত:ওয়ার্ড ফুটবলে প্রথম ম্যাচেই শক্তিমত্তার পরিচয় দিয়ে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড ২-০ গোলে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডকে হারিয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম এবং ঘটনাবহুল ম্যাচে ১৬ নং চকবাজার ওয়ার্ড ০-১ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েই দৃঢ়তার সাথে ২-১ গোলে ১০ নং উত্তর কাট্টলীতে হারিয়ে দিয়েছে। এ ম্যাচে পেনাল্টির প্রতিবাদে রেফারি বিটুরাজ বড়–য়াকে ঘুষি মেরে লালকার্ড পেয়েছেন চকবাজার ওয়ার্ডের রাজীব বড়–য়া। ঐ লাল কার্ডে চকবাজার ১০ জনের দলে পরিণত হয় এবং পেনাল্টি গোলে (১-০) পিছিয়ে যায়। পরে ঐ ১০ জনের দল নিয়েই সমতা আনে এবং পেনাল্টি গোলে জয় ছিনিয়ে নেয় (২-১)। একই মাঠে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড ৩-১ গোলে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডকে হারিয়েছে। জয়ী দলের আলী আকবর, ইয়াছির আরাফাত ও বামিং মং মারমা এবং বিজিত দলের সুজন গোল করেন। খেলা শেষে ম্যাচ সেরা জয়ী দলের বামিং মং মারমাকে পুরস্কার প্রদান করেন ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কপিল উদ্দিন। গতকাল প্রথম ম্যাচেই দৃঢ়তা দেখানো দক্ষিণ পতেঙ্গার খেলা দেখে মনে হয়েছে দলটি অনেকদুর পর্যন্ত এগিয়ে যাবে। দলটি বোঝাপোড়া ছিল চোখে পড়ার মতো। রক্ষণ থেকে শুরু করে মধ্যমাঠ ও আক্রমণভাগ ছিল যেন এক সুত্রে গাথা। পরের ম্যাচগুলোতে দলটি আরো আক্রমনাত্বক হয়ে উঠবে বলে অনেকেই মন্তব্য করেছেন। এ খেলার ৩৫ মিনিটে জয়ী দলের শামীম প্লেসিং এবং ৫৪ মিনিটে ইরফান দুরপাল্লার দারুণ এক শটে দলের হয়ে ২য় গোল করেন (২-০)। শামীম সেরা খেলোয়াড় হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাদের।

প্রথম ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে চকবাজার ওয়ার্ডের বিরুদ্ধে মুন্নার গোলে ১-০ তে এগিয়ে যায় উত্তর কাট্টলী ওয়ার্ড। কাকতালীয় ভাবে ২ মিনিট পরেই সমতা আনেন চকবাজারের মাহাবুব (১-১)। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে চকবাজারকে জয় এনে দেন সেই মাহাবুব। তবে সেরা খেলোয়াড় হয়েছেন পরাজিত দলের সুরেশ। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন ২৫ রামপুর ওয়ার্ডের কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ । আজকের খেলা: ২১ নভেম্বর: ৩১ নং আলকরণ বনাম ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর (বিকেল ৩টা) এবং ৩৩ নং ফিরিঙ্গীবাজার বনাম ২ নং জালালাবাদ (বিকেল ৪টা ৪০ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট