২০ নভেম্বর, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ
মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে এ পর্যন্ত অনুষ্ঠিত একটি খেলাও সময়মতো মাঠে গড়ায়নি। প্রায় প্রত্যেকটি খেলা ১৫ থেকে ২০ মিনিট দেরিতে শুরু হচ্ছে। কিন্তু গতকাল সময়টা ৪০ মিনিটের মতো ছাড়িয়ে গেছে। ১৯ নং দক্ষিণ বাকলিয়া ও ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড দলের মধ্যেকার খেলাটি শুরুর সময় ছিল ৫টা ২৫ মিনিটে। কিন্তু খেলাটি শুরু হয় ৬টা ১০ মিনিটে। এতে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের খেলোয়াড়রা সময়মতো মাঠে এলেও অনেক দেরি করেছে পাথরঘাটা ওয়ার্ড। এমনকি দলের সবাই মাঠে নেমে গেলেও কিপার নেমেছেন আরো পরে। এ ব্যাপারে প্যানেল মেয়র পাথরঘাটা ওয়ার্ড দলের ড্রেসিং রুমে যেতে বাধ্য হয়েছিলেন। এছাড়া ২২ নং এনায়েত বাজার ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মধ্যেকার খেলাটিও নির্ধারিত সময়ে ১৬/১৭ মিনিট দেরিতে শুরু হয়েছিলো। এতে কোন শাস্তির ব্যবস্থা আছে কিনা জানা যায়নি। যোগাযোগ করা হলে, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম লেদু বলেন, ব্যাপারটি দুঃখজনক এবং বেশ বিনয়ের সাথে আরো বলেন, আজ এ নিয়ে আমাদের এক সভা রয়েছে, সেখানে এ নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, আগামীকাল বৃহসপ্রতিবার থেকে খেলার সয়য় এগিয়ে আনা হয়েছে। এতে প্রথম খেলাটি বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হবে। এতে কোন দল সময়মতো মাঠে নামলে তাদের প্রতি মিনিটে একটা নির্দিষ্ট অংকের আর্থিক জরিমানা প্রদান করতে হবে।
The Post Viewed By: 144 People