চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মেসির নৈপুণ্যে রক্ষা আর্জেন্টিনার

২০ নভেম্বর, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

তিন দিন আগে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলে নিশ্চিত করেছিলেন জয়। এবার হারতে বসা দলকে যোগ করা সময়ে বাঁচালেন লিওনেল মেসি।

উরুগুয়ের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সোমবার রাতের প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে এডিনসন কাভানির গোলে উরুগুয়ে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতা টানেন সার্জিও আগুয়েরো।

খানিক পর লুইস সুয়ারেসের নৈপুণ্যে আবারও এগিয়ে যায় উরুগুয়ে। শেষে সফল স্পট কিকে হার এড়ান মেসি। ছন্দে থাকা আর্জেন্টিনা এদিনও ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে। কিন্তু ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। এরই মাঝে ৩৪তম মিনিটে দারুণ পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয় উরুগুয়ে। ডান দিক থেকে লুইস সুয়ারেসের বাড়ানো বল স্লাইডে জালে পাঠান পিএসজি ফরোয়ার্ড কাভানি। চার মিনিট পর সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করেন দিবালা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করে ৬৩তম মিনিটে মেসি-আগুয়েরোর বোঝাপড়ায় কাঙ্খিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট