চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেস্টের প্রথম দিনে নানা আয়োজন

মুমিনুলদের আগমনে কলকাতায় সাজ সাজ রব

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট আয়োজনে সাজ সাজ রব এখন কলকাতায়। পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় (সিএবি) ঐতিহাসিক টেস্ট আয়োজনে চলছে নানা প্রস্তুতি। মুমিনুল হকের টেস্ট দলটিও নিজেদের প্রস্তুতি সারতে পৌঁছে গেছে কলকাতায়। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো খেলতে নামবে দিবা-রাত্রির টেস্ট। তাও আবার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেনসে। প্রথমবার বলে দুই দলের ক্রিকেটারের মাঝে গোলাপি বলে টেস্ট খেলার রোমাঞ্চ বিরাজ করছে। তবে ইন্দোরে প্রথম টেস্ট ম্যাচ তিন দিনে হারের পর গোলাপি বলের টেস্ট নিয়ে রোমাঞ্চের পাশাপাশি ভয়ও কাজ করছে বাংলাদেশের। মিশ্র অনুভূতি নিয়ে গতকাল দুপুরে কলকাতায় পা রেখেছে সফরকারীরা। ইন্দোরে বাংলাদেশ দল যখন লাল বলের অনুশীলন নিয়ে ব্যস্ত, তখন ভারতীয় ক্রিকেট দল গোলাপি বলে অনুশীলন করেছে। সবমিলিয়ে বিরাট কোহলির দল গোলাপি বলে তিন/চারটি সেশন করেছে। প্রথম টেস্ট আগেভাগে শেষ হওয়ায় এখানে দুদিন অনুশীলন করেছে বাংলাদেশও। দুদিন কৃত্রিম আলোয় নিজেদের ঝালিয়েছেন তারা।

তবে প্রথম দিনের অনুশীলন ঐচ্ছিক থাকায় সবাই উপস্থিত ছিলেন না। সোমবার শেষ দিনের অনুশীলনে পুরো দলের উপস্থিতি ছিল। সেদিন ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেছেন ক্রিকেটাররা। কলকাতার ইডেন গার্ডেনসে আগামী দুই দিন অনুশীলন করে ২২ নভেম্বর গোলাপি বলের টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের দল। কেবল বাংলাদেশের জন্যই নয়, স্বাগতিক ভারতের জন্যও এটি প্রথম দিবা-রাত্রির টেস্ট। এদিকে সিএবির উদ্যোগে গঙ্গাপাড় সেজে উঠেছে গোলাপি সাজে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, ক্যালেন্ডারের পাতা ওলটানোর আগেই সাজ সাজ রব এখন গোটা ইডেন জুড়ে! এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে গোলাপি বলের ব্যবহার হতে চলেছে। ইডেনের সবুজ ঘাস এই প্রথম গোলাপি বলের ছোঁয়া পাওয়ার অপেক্ষায়।

ইডেনে প্রথম দিনের আয়োজন : ১) সেনাবাহিনীর প্যারাট্রুপার ইডেন গার্ডেন্সের পিচে প্যারাশুটে করে নেমে আসবে। টসের আগে বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেওয়া হবে। ২) এরপরেই সাম্প্রতিক প্রথা মেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেল বাজিয়ে ইডেন টেস্টের শুভারম্ভ করবেন। ৩) ২০ মিনিটের চা বিরতিতে দুই দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের নক্ষত্ররা। বাউন্ডারি লাইন ধরে বিশেষ এক প্রকারের গাড়িতে তারা মাঠে প্রদক্ষিণ করবেন। ৪) ৪০ মিনিটের সুপার ব্রেকে টক শো করবেন ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাবুলাস ফাইভ’। অংশ নেবেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণরা। ৫) সিএবি এদিন দেশের একাধিক ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করবে। টেন্ডুলকর ছাড়াও থাকবেন অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা, টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ছ’বারের বক্সিং চ্যাম্পিয়ন এমসি মেরি কম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট