চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়র ওয়ার্ড ফুটবলে শীতল ও ছোটনের হ্যাটট্রিক

রেকর্ড ম্যাচে জামালখান ঝড়ে উড়ে গেল পূর্ব বাকলিয়া

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ২১ নং জামাল খান ওয়ার্ড ঝড়ে রীতিমতো উড়ে গেছে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড। ফয়সাল আহমেদ শীতল এবং মো. ছোটনের ২টি নিপুণ হ্যাটট্রিকের সুবাদে গতকাল জামাল খান ওয়ার্ড রেকর্ড ৯-১ গোলের বিশাল ব্যবধানে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডকে পরাজিত করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল জামাল খান ওয়ার্ড। এর আগে গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিরুদ্ধে রেকর্ড ৪-১ গোলে জিতেছিল উত্তর মধ্যম হালিশহর। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ১ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও ৮ নং শুলকবহর ওয়ার্ড দলের খেলা গোলশূন্য (০-০) ড্র হয়েছে।

দিনের প্রথম খেলায় পূর্ব বাকলিয়া ওয়ার্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জামাল খান ওয়ার্ড। সাবেক জাতীয় তারকা প্রাণতোষ ও মামুন মিয়া সমৃদ্ধ জামাল খান ওয়ার্ডের বিরুদ্ধে দাড়াতেই পারেনি পুর্ব বাকলিয়া’র খেলোয়াড়রা। গতকাল এ টুর্নামেন্টের ২য় হ্যাটট্রিকসহ রেকর্ড ৫ গোল করেছেন ফয়সাল আহমেদ শীতল। ম্যাচের শেষ দিকে নিশ্চিত গোল হাতছাড়া না করলে তার ডাবল হ্যাটট্রিক হয়ে যেতে পারতো। এছাড়া একই দলের ছোটনের হ্যাটট্রিক ছিল এবারের আসরের ৩য় হ্যাটট্রিক। দলের হয়ে অপর গোলটি করেন বদলী খেলোয়াড় জয়নাল। এর আগে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছিলেন উত্তর মধ্যম হালিশহর মিঠুন চৌধুরী। পূর্ব বাকলিয়া ওয়ার্ডের হয়ে ব্যবধান কমিয়েছেন অধিনায়ক নোবেল। এ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হ্যাটট্রিকসহ রেকর্ড ৫ গোল করা ফয়সাল আহমেদ শীতল। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন ২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

১ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও ৮ নং শুলকবহর ওয়ার্ড দলের মধ্যেকার ২য় ম্যাচে কিছুটা উত্তেজনা পরিলক্ষিত হয়েছে। দু-দল সমান তালে খেলা চেস্টা করলেও খেলায় ৮ নং শুলকবহর ওয়ার্ড দলের কিছুটা প্রাধান্য চোখে পড়েছে। স্ট্রাইকারদের অমার্জনীয় ব্যর্থতায় অন্তত: ৩টি নিশ্চিত গোল থেকে ৮ নং শুলকবহর ওয়ার্ড বঞ্চিত হয়েছে। খেলা শেষে সেরা খেলোয়াড় ৮ নং শুলকবহর ওয়ার্ডের আবিদুল ইসলাম মিসবাহকে পুরস্কার প্রদান করেন একই ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম। উক্ত খেলা শুরুর পূর্বে চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের স্মরণে মাঠে দাড়িয়ে সকলে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আজকের খেলা (১৯ নভেম্বর): ২২ নং এনায়েত বাজার বনাম ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর (বিকেল ৩টা ৪৫ মিনিট) এবং ১৯ নং দক্ষিণ বাকলিয়া বনাম ৩৪ নং পাথরঘাটা (বিকেল ৫টা ২৫ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট