চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘স্পিনাররা বাড়তি সুবিধা পাবে’

ইডেন টেস্ট নিয়ে রোমাঞ্চিত মিরাজরা

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামছে বাংলাসাদেশ-ভারত। এই টেস্ট খেলতে নামার আগে আলোচনার কেন্দ্রতে এখন গোলাপি বলের আচরণ কেমন হবে তা নিয়ে। ইন্দোরের পাঁচ দিনের টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ গত দুই দিন ধরে গোলাপি বলে ফ্লাড লাইটের আলোয় কঠোর অনুশীলন করছে। গতকাল সোমবার সন্ধ্যায় অনুশীলন শেষে স্পিনার মেহেদী মিরাজ জানান তাদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে দিবারত্রির টেস্ট নিয়ে। পিঙ্ক বলে দুদলই যখন অজানার মধ্যে তাই চিন্তার কোনো কারণ দেখছেন না এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘নতুন একটা অভিজ্ঞতা, টেনশন না। বরং বাড়তি রোমাঞ্চ কাজ করছে পিংক বলে খেলবে প্রথমবার। নরমাল যেরকম হয় সেরকমই, সবাই নরমাল আছি। সবসময় যেভাবে ম্যাচে, মাঠে নামি সেরকমই আছি।’ বলের আচরণ নিয়ে মিরাজ বলেন ‘আজকে (কাল) আমি ব্যাটিং করেছি তো বলটা একটু মুভ করছিল। আমার কাছে মনে হয় বলটা একটু ভারি ব্যাটে লাগলে খুব দ্রুত যায়। আমার কাছে মনে হয় পিংক বলে সুইং থাকতে পারে একটু বেশি প্রথম দিকে, অনেক সময় কাটও করতে পারে। দেখলাম মাঝেমাঝে বল কাটও করছে। তারপরও ম্যাচে গেলে কেমন হয় আসলে সবারই অভিজ্ঞতা নাই। যতটুকু আমরা অনুশীলন করেছি বিশেষ করে এরকম সময় পাইনি। যতটুকুই পাচ্ছি আমরা কাভার করার চেষ্টা করছি পিংক বলে শতভাগ ইউটিলাইজ করার চেষ্টা করেছি।’ মেহেদী মিরাজ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ে কোনো অবদান রাখতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছিলেন। বিপদের সময়ে ক্রিজে থাকা মুশফিকুর রহীমের সঙ্গে সপ্তম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে দলকে দ্রুত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন। ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘এটা নিয়ে আমাদের কথা হয়েছে কোচও কথা বলেছে বিশেষ করে আমার সাথে ও যারা পেস বোলার আছে তাদের সাথে। আমরা যেন একজন ভালো ব্যাটসম্যান ক্রিজে থাকলে তাকে সাপোর্ট দিতে পারি, রান না করলেও ২০-৩০ টা বল খেলে সমর্থন অন্তত দিতে পারি। ভারত ও বাংলাদেশ ছাড়া টেস্ট খেলুড়ে সবদেশই গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছে। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে কোহলি-মুমিনুলরা। এখন পর্যন্ত হওয়া ১১টি টেস্টে সবগুলোতেই ফলাফল হয়েছে, সবচেয়ে বেশি জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের খেলোয়াড়রাও পিঙ্ক বলে খেলার জন্য মুখিয়ে আছেন। তারপরেও তারা বলের আচরণ নিয়ে সতর্ক। মিরাজ বলেন, ‘আসলে সবাই পজিটিভ, সাথে এক্সাইটেডও এরকম পিংক বল ও ফ্লাডলাইটে প্রথমবার খেলবে। বলটা অ্যাজ ইউজুয়াল, তারপরও কেয়ারফুল থাকতে হবে কারণ, ম্যাচেতো আমাদের যতটুক অনুশীলন হয়েছে সেটাই কাভার করতে হবে।’ তার মতে, গোলাপি বলে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট