চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুই দিনেই হারল চট্টগ্রাম

১৮ নভেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নিয়েছে সিলেট। চট্টগ্রাম বিভাগকে ৯ উইকেটে হারিয়ে দুই দিনেই ম্যাচ নিজেদের করে নিলো দলটি। লিগের অন্যম্যাচগুলোতে বেশ ভালো অবস্থানে রয়েছে খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগ। দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২ রান, রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ২২৪ রান এবং বরিশালের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। রুহেল ঝড়ে দ্বিতীয় দিনেই ম্যাচ সিলেটের

বগুড়ায় ৫ উইকেটে ১৮৬ রানে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করে সিলেট। মধ্যাহ্ন বিরতির আগেই সিলেটের ইনিংস গুটিয়ে যায় ২৩০ রানে। চট্টগ্রামের হয়ে ইরফান নেন ৬ টি উইকেট। ১২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। কিন্তু এবারও রুহেল ঝড়ে বেসামাল হয়ে পড়ে চট্টগ্রাম শিবির। ১৬৫ রানে গুটিয়ে যাওয়ায় ৪১ রানের লক্ষ্যে দাড়ায় সিলেটের সামনে। ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও জিততে খুব একটা বেগ পেতে হয়নি ইমতিয়াজ- তৌফিকদের। ৯ উইকেট হাতে রেখে ৫.৫ ওভারে দ্বিতীয় দিনেই খেলা শেষ করে দেয় সিলেট। দুই ইনিংস মিলিয়ে চট্টগ্রামের ইফরান হোসেন নেন ৭ টি উইকেট এবং সিলেটের রুহেল মিয়া নেন ১৩ টি উইকেট। এর আগে চট্টগ্রামের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১০৬ রান। শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেটে ২৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা বিভাগ। জিয়াউর রহমানের বোলিং তোপে ধাকার ইনিংস থামে ২৭৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে তুষার ইমরানের অপরাজিত ৭৫ এবং নুরুল ইসলামের অপরাজিত ৫৬ রানে ভর করে দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২ রান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট