১৮ নভেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ
ফটিকছড়ির নানুপুরে ইউনিটি অব টুয়েন্টি সিক্সে’র আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মানিকছড়ি ক্রীড়া সংস্থা ১-০ গোলে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়ন খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। খেলার জয় সূচক গোলটি করেন বিজয়ী দলের গঞ্জ মারমা। তিনি খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জেলা আ.লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের।
সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, মুহাম্মদ শাহনেওয়াজ, সাজিদ হায়দার রেজা, সৈয়দ মুহাম্মদ মাসুম। মুহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুমিনুল আলম রঞ্জু, মুহাম্মদ আসলাম হোসেন মামুন ও মোরশেদুল আলম প্রমূখ।
The Post Viewed By: 197 People