চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

চট্টগ্রামে খেলবেন গেইল-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল। রাজধানীর একটি হোটেলে প্লেয়ার বিকিকিনি অনুষ্ঠানে বিদেশি কোটায় ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে বিপিএলে রংপুর, ঢাকা ও বরিশালে খেলেছেন গেইল। চট্টগ্রামের হয়ে গেইলের দলে রয়েছেন, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেনের মত তারকা ক্রিকেটাররা।

এদিকে সপ্তম রাউন্ড পর্যন্ত দল পাননি মাশরাফি। দেশি ক্রিকেটারদের মধ্যে অষ্টম ডাকে গিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নিয়েছে ঢাকা।

এই ড্রাফটে ১৮১জন দেশি ক্রিকেটার ও ৪৩৯জন বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে নিজ দলের খেলোয়াড় বেছে নিল দলগুলো। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট চলছিল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : দেশি – মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, বিদেশি : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস
যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: দেশি- তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, বিদেশি : থিসারা পেরেরা, লরি ইভান্স
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : দেশি- মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, বিদেশি : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক
রাজশাহী রয়্যালস : দেশি- লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, বিদেশি : রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই
রংপুর রেঞ্জার্স : দেশি- মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, বিদেশি: মোহাম্মদ নবি, শাই হোপ
সিলেট থান্ডার : দেশি- মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, বিদেশি : শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক।
কুমিল্লা ওয়ারিয়র্স : দেশি- সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট