চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জাতীয় লিগে প্রথম দিনেই তিন সেঞ্চুরি

১৭ নভেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনেই গতকাল এল তিন তিনটি সেঞ্চুরি। ঢাকা মহানগরীর বিপক্ষে বরিশাল বিভাগের হয়ে ১৪১ রানের ইনিংস খেলেছেন ফজলে মাহমুদ। রাজশাহী বিভাগের বিপক্ষে ১০৫ রান করেছেন রংপুরের সোহারাওয়ার্দী শুভ। আর খুলনা বিভাগের বিপক্ষে ১১০ হাঁকিয়েছেন ঢাকা বিভাগের মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর রহমান। শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাইবুর রহমানের ১১০, আব্দুল মজিদের ৬৬ ও শুভাগত হোমের ৫৬ রানে ভর করে প্রথম দিনে ৭ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ। খুলনা বিভাগের হয়ে বল হাতে আব্দুল হালিম ৫টি ও জিয়াউর রহমান নেন ২টি উইকেট। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সোহরাওয়ার্দী শুভর ১০৫, আরিফুল হকের ৫৭ ও নাইম ইসলামের ৪০ রানের সুবাদে ৮ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ পায় রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের হয়ে উইকেট শিকারে দাপট দেখিয়েছেন দেলোয়ার হোসেন। ১৯.৩ ওভার বল করে এই মিডিয়াম পেসার তুলে নিয়েছেন ৪ উইকেট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মহানগরীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশাল বিভাগ ফজলে মাহমুদের ১৪১, সালমান হোসেনের অপরাজিত ৬৯ ও শাহরিয়ার নাফিসের ৪৪ রানে ভর করে দিন শেষে ৬ উইকেটে ৩৩৮ রানের বড় সংগ্রহ গড়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট