চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইপিএল সিজন টুর উদ্বোধন

১৭ নভেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির তারুণ্যমুখর পরিবেশ সবসময়ই উজ্জীবিত করে। ইডিইউ প্রিমিয়ার লীগে ছাত্রীদের অংশগ্রহণ নারীদের জন্য অনুপ্রেরণাদায়ী। আমাদের ছাত্রীরাই প্রমাণ দিচ্ছে অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে প্রতিটি ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে ইস্ট ডেল্টার ছাত্রীরাও নেতৃত্বে আসীন করবে। গত বৃহস্পতিবার দুপুওে বেলুন উড়িয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন টু এর উদ্বোধনকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাঠে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময়ই প্রাণোচ্ছ্বল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছাত্রীরাও। ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৬টি দল পৃথকভাবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টার শাফায়েত কবির চৌধুরীসহ সকল অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্পোর্টস ক্লাবের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট